শেরপুরের শ্রীবরদীর ঝগড়ারচর বাজারে রাস্তার দুই পাশে অবৈধভাবে গড়ে উঠেছে দোকানপাট। এতে যান চলাচল ও পথচারীরা বিপাকে পড়েছেন।
সপ্তাহের শনিবার ও বুধবার এখানে হাট বসে। হাটের দিনে রাস্তার দুই পাশে দোকানপাট বসার কারণে সৃষ্টি হয় যানজট। হাটের লোকজন ও পথচারীদের চলাচলে বিঘ্ন ঘটে।
এছাড়া মাছ ও মাংসের বাজারের সেট দীর্ঘদিন ধরে প্রভাবশালীরা দখল করে ছোট ছোট ঘর বানিয়ে দোকান ভাড়া দিয়েছে। এ নিয়ে সচেতন মহলে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এলাকার সচেতন মহল মনে করছে অতি দ্রম্নত রাস্তার দুই পাশের দোকানপাট উচ্ছেদ করা প্রয়োজন।
ঝগড়ারচর বাজারহাট ইজারাদার আব্দুল আল ফারুক লেবু বলেন, 'রাস্তার দুই ধারে দোকানপাট হওয়ার কারণে হাটের দিনে সৃষ্টি হয় যানজট। এতে পথচারী, বাজারে আসা লোকজন ও শিক্ষার্থীদের চলাচলে অসুবিধা হয়।'