কুলাউড়ায় বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করলেন মৌলভীবাজার ডিসি
প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলা হাসপাতাল ও ভূমি অফিসসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলা প্রশাসক (ডিসি) ইসরাইল হোসেন। গত সোমবার এসব প্রতিষ্ঠান পরিদর্শন করেন তিনি। এ সময় প্রতিষ্ঠানগুলোর খোঁজ নেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহিউদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ জহুরুল হোসেন, হাসপাতালের চিকিৎসক জেরিন এবং ছাত্র প্রতিনিধি ইব্রাহিম আলীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা।
পরিদর্শন শেষে ভূমি অফিসের সব কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন জেলা প্রশাসক। ভূমি অফিসে সেবা নিতে এসে যেন জনগণ ভোগান্তিতে না পড়েন সেদিকে লক্ষ রাখাসহ বিভিন্ন দিকনির্দেশনা দেন।
এদিকে রাতে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সের জরুরি বিভাগ, শিশু, গাইনি, মেডিসিনসহ বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন তিনি। এ ছাড়াও ছকাপন মাধ্যমিক স্কুল অ্যান্ড কলেজ, ছকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ ও রাবেয়া আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন জেলা প্রশাসক।