শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

মেহেরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মজুরি না দেওয়ার অভিযোগ

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
মেহেরপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের বিরুদ্ধে মজুরি না দেওয়ার অভিযোগ

মেহেরপুর জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এমএ খালেকের বিরুদ্ধে শ্রমিকের মজুরি না দেওয়ার অভিযোগ উঠেছে। সার্টারিং ভাড়া ও শ্রমিকদের মজুরির টাকা পরিশোধ করেননি তিনি। এ ঘটনায় আদালতের দারস্ত হয়েছেন শ্রমিক সর্দার গাংনীর নিত্যানন্দপুর গ্রামের বাহারুল ইসলাম। আদালত অভিযোগটি আমলে নিয়ে গাংনী থানাকে তদন্তের আদেশ দেন। তবে এমএ খালেক একটি মামলায় জেলহাজতে আছেন।

জানা গেছে, এমএ খালেকের সঙ্গে ২০১৬ সালে গাংনীর নবীনপুর ও করমদি মাঠপাড়ায় দুটি বিদ্যালয়ে নির্মাণকাজের চুক্তি হয়। শ্রমিকদের পাওনা সাড়ে ৭ লাখ টাকার মধ্যে তিনি পরিশোধ করেন ৫ লাখ ৮১ হাজার টাকা। শ্রমিকদের মজুরি এক লাখ ৬৯ হাজার টাকা ও সার্টারিংয়ের ৬ লাখ ২৭ হাজার টাকা এমএ খালেক পরিশোধ করেননি। বারবার টাকা চাইলে টালবাহানা করতে থাকেন। একপর্যায়ে হুমকি প্রদান করে টাকা পরিশোধে অস্বীকৃতি জানান।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাফিজুর রহমান জানান, আদালতের আদেশে তিনি অভিযোগটি তদন্ত করছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে