শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৪

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
শিবগঞ্জে বাড়ির জায়গা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ৪

বগুড়ার শিবগঞ্জ উপজেলার পলস্নীতে বসতবাড়ির জায়গা দখলকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনায় এক নারীসহ ৪ জন আহত হয়েছেন। এ ঘটনায় গত রোববার থানায় অভিযোগ করা হয়।

আহতরা হলেন, ফরিদা বেগম (৪৮), ফরিদুল ইসলাম (৩৫), মেহেদুল ইসলাম (৪০), আব্দুল মোমিন (৩৫) আহতরা বগুড়া শজিমেকে, শিবগঞ্জ এবং সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স চিকিৎসাধীন রয়েছে।

থানার অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলা সৈয়দপুর ইউনিয়নের গোকুলপুর গ্রামের মৃত মনসের আলীর ছেলে কৃষক ছইফুল শেখের বসতবাড়ির ৪ শতক জায়গা নিয়ে একই গ্রামের ছামছুল ইসলাম ও সামিউল ইসলামদের সঙ্গে গতকাল সকালে বাকবিতন্ডার একপর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ছামছুল ইসলামের লোকজন ধারালো অস্ত্রশস্ত্র সজ্জিত হয়ে প্রতিপক্ষ ছইফুল শেখের পরিবারের লোকজনদের বেধড়কভাবে মারপিট করে আহত করে।

থানা অফিসার ইনচার্জ আব্দুল হান্নান বলেন, 'অভিযোগ পেয়েছি, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে