শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১২ বৈশাখ ১৪৩২
পাঁচ জেলায় আরও ৯ জন আটক

দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১০

স্বদেশ ডেস্ক
  ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১০
দুর্গাপুরে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১০

রাজশাহীর দুর্গাপুরে সাঁড়াশি অভিযান চালিয়ে ১০ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অন্যদিকে চট্টগ্রাম, ফরিদপুরের ভাঙ্গা, কিশোরগঞ্জের কটিয়াদী, হবিগঞ্জের নবীগঞ্জ ও কুড়িগ্রামের নাগেশ্বরীতে ৯ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-

দুর্গাপুর (রাজশাহী) প্রতিনিধি জানান, রাজশাহীর দুর্গাপুর থানা পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত, মাদকদ্রব্য ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় ১০ জনকে গ্রেপ্তার করেছে। সোমবার দিনগত রাতে উপজেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হলো-উপজেলার চৌপুকুরিয়া গ্রামের ইব্রাহিম আলীর ছেলে আমজাদ হোসেন (৪২), গগনবাড়িয়া গ্রামের সান্টু সরদারের ছেলে রাকিবুল সরদার (৩৪), বর্ধনপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আকরাম আলী (৩৮), পলাশবাড়ী গ্রামের শামসুদ্দিনের ছেলে রিপন (৩৮), তরিপতপুর গ্রামের আহম্মেদ আলীর ছেলে আব্দুল কাদের ( ৪৭), পৌর সদরের সিংগা পূর্বপাড়ার সাদিক আলীর ছেলে শুভ (২৬), বখতিয়ারপুর গ্রামের রহমতুলস্নার ছেলে ছাত্রলীগ নেতা গোলাম রাব্বানী (৩৩), বখতিয়ারপুর গ্রামের মেহের সরকারের ছেলে আব্দুল কুদ্দুস সরকার (৬০), কিশোরপুর গ্রামের আবুল কাশেমের ছেলে গোলাম কিবরিয়া (২৪), শ্রীধরপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে গোলাম মোস্তফাকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

চট্টগ্রাম বু্যরো জানান, চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কোটি ৯৩ লাখ ৮৬ হাজার টাকা সমমূল্যের সৌদি রিয়ালসহ দুলাল জমাদ্দার নামে এক যাত্রীকে আটক করা হয়েছে। মঙ্গলবার সকালে ইউএস বাংলা বিএস-৩৪৩ ফ্লাইট থেকে ওই যাত্রীকে আটক করা হয়। জানা যায়, আটক দুলাল জমাদ্দার মাদারীপুর শিবচর এলাকার মো. মনসুর আলী জমাদ্দারের ছেলে।

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ভাঙ্গায় গাঁজাসহ মৃতু্যঞ্জয় দাস (৫২) নামক এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ভাঙ্গা থানা পুলিশ। তার বাড়ি ভাঙ্গা পৌরসভার ৪ নং ওয়ার্ডের মধ্যপাড়া হাসামদিয়া মহলস্নায়। গত সোমবার রাতে ভাঙ্গা পৌরসভার কোর্টপাড় এলাকায় তার লন্ড্রির দোকানে অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে গ্রেপ্তার করে।

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীয় হিমেল নামে ১ ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় যৌথ বাহিনীর নেতৃত্বে চান্দপুর ইউনিয়নের মালিকখালী বাজারের তার গোডাউন থেকে টিসিবির ৩০ কেজি ওজনের ৩৬ বস্তা চাল ও ২ লিটার পরিমাপের ২৯৭ বোতল তেলসহ তাকে আটক করা হয়েছে। হিমেল জানান, টিসিবির সেবাগ্রহীতাদের কাছ থেকে এসব পণ্য ক্রয় করেছেন।

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, জৈন্তাপুর মডেল থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে বিদেশি মদসহ তিনজনকে আটক করা হয়েছে। সোমবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর বাজারস্থ তামাবিল মহাসড়কে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটক হলো- নবীগঞ্জ উপজেলার আলিপুর গ্রামের আবুল হোসেনের ছেলে হাসনাত (২১), নবীগঞ্জের চরগাঁও গ্রামের মৃত দরবেশ চৌধুরীর ছেলে বজলু চৌধুরী (৫৫) এবং সিলেট শাহপরান মেজরটিলা মুগিরপাড়া এলাকার আখলিছ মিয়ার ছেলে হাবিবুর রহমান হাবিব (৩৮)।

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের নাগেশ্বরীতে ভূমি রেজিস্ট্রেশন সংক্রান্ত জাল কাগজপত্র তৈরি ও জাল সিল রাখার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসিল্যান্ড মাহমুদুল হাসান জানান, সোমবার দুপুরে পুলিশের সহায়তায় দোকান দুটিতে অভিযান চালিয়ে জাল সিল ও জাল কাগজপত্র তৈরি করার বিভিন্ন উপকরণসহ তিনজনকে আটক করে থানায় সোপর্দ করা হয়। আটক হলো- নুর কম্পিউটারের মালিক আসাদুজ্জামান নূর (৪৩), জননী কম্পিউটারের মালিক বদরুল আলম রঞ্জু ও কর্মচারী হাফিজুর রহমান (৩২)।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে