পিরোজপুরে তথ্য মেলার উদ্বোধন

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, পিরোজপুর
পিরোজপুরে তথ্য মেলার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খানসহ অতিথিরা -যাযাদি
'তথ্যের অধিকার, সুশাসনের হাতিয়ার-তথ্যই শক্তি, দুর্নীতি থেকে মুক্তি' স্স্নোগানকে সামনে রেখে পিরোজপুরে দুই দিনব্যাপী তথ্য মেলার উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় শহরের টাউন ক্লাব মাঠে এ মেলার উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। সচেতন নাগরিক কমিটি সনাক সভাপতি এম এ রব্বানী ফিরোজের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সেলিম হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপ্‌স) মুকিত হাসান খান। জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান বলেন, 'তথ্য অধিকার আইনই একমাত্র আইন যা জনগণকে ক্ষমতায়ন করেছে।' মেলায় মোট ৩০টি স্টল প্রদর্শন করা হচ্ছে। এতে বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান অংশ নেয়। স্টলগুলোতে আগতদের বিভিন্ন বিষয়ে তথ্য উপস্থাপন করা হচ্ছে। মেলায় থাকছে, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতাসহ নানা আয়োজন।