দুই জেলার সড়কে ঝরল পাঁচ প্রাণ

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
সড়ক দুর্ঘটনায় দুই জেলায় পাঁচজনের মৃতু্য হয়েছে। এর মধ্যে নাটোরের লালপুরে দুইজন, জেলার গুরুদাসপুরে দুইজন ও হবিগঞ্জের মাধবপুরে একজনের মৃতু্য হয়। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর- লালপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের লালপুরের ট্রাক ও চার্জারভ্যানের সংঘর্ষে উভয় যানের দুই চালক নিহত হয়েছে। নিহতরা হলেন- ট্রাকের চালক মোস্তকিম (২৪) এবং ভ্যান চালক আলপু (৬০)। মঙ্গলবার সকালে উপজেলার বনপাড়া-পাবনা মহাসড়কের কদিমচিলান মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  জানা যায়, সকালে ঈশ্বরদীর দিক থেকে বনপাড়াগামী একটি ট্রাক ওই স্থানে একটি চার্জারভ্যানকে ধাক্কা দেয়। এতে ভ্যানটি দুমড়ে-মুচড়ে যায় এবং ট্রাকটি রাস্তার পাশে থাকা একটি গাছে গিয়ে আটকে যায়। ঘটনাস্থলেই নিহত হন ভ্যানচালক আলপু। আলপু উপজেলার ডাঙ্গাপড়া গ্রামের ইসারুদ্দিনের ছেলে। খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ট্রাকচালক মোস্তাকিমকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে। তাকে বনপাড়া পাটোয়ারী জেনারেল হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃতু্য হয়। স্থানীয়রা জানান, কদিমচিলান মোড়টি একটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। দুর্ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন স্থানীয়রা। গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি জানান, নাটোরের গুরুদাসপুরে মহাসড়কে অজ্ঞাত যানবাহনের চাপায় দুই মোটর সাইকেল আরোহীর মৃতু্য হয়েছে। মঙ্গলবার বিকাল ৩টায় মহাসড়কের ১০ নাম্বার ব্রিজে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- পাবনা জেলার চাটমোহর উপজেলার কৈশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে মোতালেব হোসেন (৪৫) ও একই এলাকার মৃত জয়েন প্রামানিকের ছেলে শাহআলম (৪৭)। বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইসমাইল হোসেন জানান, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুইটি উদ্ধার করেছে। কিভাবে এ দুর্ঘটনা ঘটেছে তা জানা যায়নি। মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলা সদরের ডিগ্রী কলেজ সংলগ্ন অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলে একজনের মৃতু্য হয়েছে। নিহত ব্যক্তির নাম সজল সরকার (৩০)। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। নিহত ও আহতের বিষয়টি নিশ্চিত করেছেন শায়েস্তাগঞ্জ অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান। আহতদের সদর হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেওয়া হয়। জানা যায়, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে উপরোক্ত এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় একটি সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। অটোরিকশার একজন যাত্রী নিহত ব্যক্তি ও পাঁচজন আহত হন। অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।