নীলফামারীর শীতার্তদের জন্য ডিসির ত্রাণ ভান্ডারে আশার ৫শ' কম্বল

প্রকাশ | ২৭ নভেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, নীলফামারী
নীলফামারীতে দরিদ্র শীতার্ত মানুষের জন্য ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান 'আশা'র পক্ষ থেকে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে কম্বল তুলে দেওয়া হয় -যাযাদি
সুবিধাবঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে বিতরণের জন্য নীলফামারী জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৫শ' কম্বল দিয়েছে আত্মনির্ভরশীল ক্ষুদ্র ঋণদানকারী প্রতিষ্ঠান 'আশা'। মঙ্গলবার সকালে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামানের কাছে এসব কম্বল হস্তান্তর করা হয়। এ সময় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইদুল ইসলাম, আশা জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার নজরুল ইসলাম, সদরের আঞ্চলিক ব্যবস্থাপক (আরএম) মোতাহার হোসেন, এমএসএমই ব্র্যাঞ্চের সিনিয়র ব্যবস্থাপক একরামুল হক, আশা জেলার সাপোর্ট ইঞ্জিনিয়ার আবু লায়েজ, আশা ব্যবস্থাপক নুরুজ্জামান এবং মাসুম হায়দার উপস্থিত ছিলেন। আশা জেলার সিনিয়র ডিস্ট্রিক ম্যানেজার নজরুল ইসলাম বলেন, 'দরিদ্র ও শীতার্ত মানুষের কথা ভেবে অন্য বছরের ন্যায় এবারও শীতবস্ত্র বিতরণের উদ্যোগ নেয় 'আশা'। সামাজিক কর্মসূচির অংশ হিসেবে এবারও জেলা প্রশাসকের ত্রাণ ভান্ডারে ৫শ' কম্বল হস্তান্তর করি, যা শীতার্তদের বিতরণ করা হবে।'