কুড়িগ্রামের চিলমারী, বগুড়ার দুপচাঁচিয়া ও নরসিংদীর শিবপুরে বিভিন্ন অপরাধে পাঁচজনের কারাদন্ড ও দেড় লাখ টাকা অর্থদন্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড়াও হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ৮৩ শতক সরকারি জায়গা উদ্ধার করেছে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি জানান, কুড়িগ্রামের চিলমারীতে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে তিনজনকে ১০ দিনের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ফকিরেরহাট এলাকায় আদালত পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেনে চিলমারী উপজেলা নির্বাহী অফিসার সবুজ কুমার বসাক। সময় তার সঙ্গে ছিলেন এসিল্যান্ড নঈম উদ্দীন ও পুলিশ সদস্যরা। কারাদন্ডপ্রাপ্তরা হলেন আনোয়ারুল ইসলাম (৩২), অপিজন ইসলাম (৩৫) ও হাবিবুর রহমান (১৯)। সবাই উলিপুর উপজেলার বাসিন্দা।
দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি জানান, দুপচাঁচিয়ায় গত সোমবার বিকালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ-সার্কেলের কর্মকর্তারা অভিযান চালিয়ে মহিলাসহ দুই মাদকসেবীকে আটক করেছে। আটকরা হলেন উপজেলার পশ্চিম সুখানগাড়ী গ্রামের আনিছুর রহমানের ছেলে মাহমুদ হাসান মিম (২৪) ও তালোড়া পৌর এলাকার মেঘা মহলস্নার জাহের আলীর স্ত্রী জাহানারা বানু (৪৪)। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে ১ হাজার টাকা অর্থদন্ডসহ ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন ইউএনও জান্নাত আরা তিথি। এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ-সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল ও উপপরিদর্শক শামীমা আক্তার।
শিবপুর (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর শিবপুর উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের ভুরবড়িয়া নামক স্থানে পাহাড়িয়া নদীতে মাটি কেটে বাল্কহেডে পরিবহণ করার সময় ২টি ট্রলার আটক করা হয় এবং পরে মোবাইল কোট পরিচালনার মাধ্যমে ট্রলার দুটি জব্দ করা হয়েছে। এ সময় অভিযুক্ত কালাচানকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয় এবং তাৎক্ষণিক তা আদায় করা হয়। সোমবার অভিযান পরিচালনা করেন এসিল্যান্ড মু. আব্দুর রহিম। এতে শিবপুর মডেল থানার একটি চৌকস পুলিশ টিম সহায়তা করে।
হবিগঞ্জ প্রতিনিধি জানান, হবিগঞ্জে সড়ক ও জনপথ বিভাগের ৮৩ শতক সরকারি জায়গা অবৈধভাবে দখল করে মার্কেট নির্মাণ করেছিল একটি প্রভাবশালী মহল। মঙ্গলবার দুপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদে শহরের বাইপাস সড়কের ঈদগাহ রোড এলাকায় এক্সেভেটরের মাধ্যমে গুঁড়িয়ে দেওয়া হয় মার্কেটটি। এ অভিযান চালায় জেলা প্রশাসন ও সড়ক বিভাগ। জেলা প্রশাসন নির্বাহী ম্যাজিস্ট্রেট বায়েজিদ সরদারকে সহযোগিতা করেন হবিগঞ্জ সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন, সেনাবাহিনীর একটি দল ও সদর মডেল থানার একদল পুলিশ।