তথ্য মেলা
ম বরিশাল অফিস
বরিশালে দুই দিনব্যাপী তথ্য মেলা শুরু হয়েছে। সোমবার সকালে সচেতন নাগরিক কমিটি (সনাক) বরিশাল'র উদ্যোগে ও জেলা প্রশাসনের সহযোগিতায় অশ্বিনী কুমার হলে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সচেতন নাগরিক কমিটি সনাক বরিশালের সভাপতি অধ্যক্ষ (অব.) গাজী জাহিদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) উপমা ফারিসা ও ক্লাস্টার কোঅর্ডিনেটর-সিভিল এনগেজমেন্ট টিআইবি মো. ফিরোজ উদ্দিন।
ত্রি-বার্ষিক নির্বাচন
ম ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি
খুলনার ডুমুরিয়ায় ব্যাপক উৎসবমুখর পরিবেশে চুকনগর বাজার বণিক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার শান্তিপূর্ণভাবে চুকনগর দিব্যপলস্নী মাধ্যমিক বিদ্যালয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। তারপর ফলাফল ঘোষণা করেন নির্বাচনে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার ও উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. এসএম কামরুজ্জামান। ভোটে সভাপতি পদে মো. শাহিদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে সরদার বিলস্নাল হোসেন নির্বাচিত হয়েছেন। ভোট গ্রহণ চলাকালীন সকালে উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা ও ডুমুরিয়া প্রেস ক্লাবের সভাপতি এসএম জাহাঙ্গীর আলম ভোট কেন্দ্র পরিদর্শন করেন।
প্রস্তুতি সভা
ম গাংনী (মেহেরপুর) প্রতিনিধি
শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভা কক্ষে গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাদ্দাম হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন গাংনী থানার (ওসি) বানী ইসরাইল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার সামসুল আলম সোনা, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, গাংনী প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ উদ দৌলা রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক, কাজীপুর ইউপি চেয়ারম্যান আলম হুসাইন।
স্মার্ট কার্ড বিতরণ
ম মুক্তাগাছা (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের মুক্তাগাছায় স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে মুক্তাগাছা মহাবিদ্যালয় মাঠ প্রাঙ্গণে পৌর সভার স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম। এ সময় তার সঙ্গে ছিলেন ফুলবাড়ীয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল রায়হান, মুক্তাগাছা উপজেলা সহকারী নির্বাচন কর্মকর্তা রাজিয়া ফেরদৌস, মুক্তাগাছা মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বজরং আগরওয়ালা প্রমুখ।
দোয়া মাহফিল
ম সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি
গাইবান্ধার সাঘাটা উপজেলার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) আয়োজনে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পরিবারের রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার সাঘাটা ডিগ্রি কলেজ মাঠে দোয়া মাহফিল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ আলী, গাইবান্ধা জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ নাহিদুজ্জামান নিশাদ, উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল মঈন প্রধান লাবু, জেলা বিএনপির শিক্ষাবিষয়ক সম্পাদক আরসাদুল কবির রাঙ্গা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন মন্ডল।
ফুটবল টুর্নামেন্ট
ম ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি
কুষ্টিয়ার ভেড়ামারা সরকারি কলেজের উদ্যোগে আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজের ফুটবল মাঠে ফাইনাল খেলায় একাদশ বিএমটিকে ট্রাইব্রেকারে ৩-৪ গোলে জয়লাভ করে চ্যাম্পিয়ন হয় ইসলামের ইতিহাস ও সাংস্কৃতি বিভাগ। খেলা শেষে পুরস্কার বিতরণ করেন ভেড়ামারা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আব্দুস সাত্তার। এ সময় উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক আসলাম উদ্দিন, ক্রীড়া বিভাগের প্রধান জাহাঙ্গীর হোসেন জুয়েলসহ শিক্ষকমন্ডলীরা। ভেড়ামারা সরকারি কলেজের সাত বিভাগসহ ১১ দল অংশগ্রহণ করেন।
লিফলেট বিতরণ
ম রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে রাঙামাটি জেলার রাজস্থলীতে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলার বিভিন্ন এলাকার বিভিন্ন ব্যবসায়ীদের মধ্যে এ লিফলেট বিতরণ করে। উপজেলা যুবদলের সদস্য সচিব উজ্জ্বল কান্তি তনচংগ্যার সঞ্চালনায় উপজেলা যুবদলের আহ্বায়ক শামীম আহম্মদ রুবেলের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা যুবদলের সাধারণ সম্পাদক আবু সাহাদাদ সায়েম। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম, সহ-সভাপতি সগীর আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক চাথোয়াই মারমা।
মতবিনিময় সভা
ম স্টাফ রিপোর্টার, পিরোজপুর
পিরোজপুরে যক্ষ্ণা রোগ নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন গড়ে তুলতে ৩০ জন হাইস্কুল শিক্ষককে নিয়ে বাংলাদেশ জাতীয় যক্ষ্ণা নিরোধ সমিতি (নাটাব) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে নাটাব পিরোজপুর জেলা শাখার আয়োজনে থানা রোডস্থ হোটেল নায়োরী অডিটোরিয়ামে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা সিভিল সার্জন ডা. মো. মিজানুর রহমান। নাটাব পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও ফিল্ড সুপার ভাইজার মো. শাহিনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. মো. আরিফ হোসেন।
মেডিকেল ক্যাম্প
ম হাবিপ্রবি প্রতিনিধি
হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ভেটেরিনারি টিচিং হাসপাতালের আয়োজনে গবাদি প্রাণির স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাসেবা ও পরামর্শ কার্যক্রমে 'ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্প' অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত দিনাজপুর সদর উপজেলার রামডুবির বেলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফ্রি ভেটেরিনারি মেডিকেল ক্যাম্পটির উদ্বোধন করেন হাবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. এনামউল্যা। এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. শফিকুল ইসলাম শিকদার, প্রক্টর অধ্যাপক ড. শামসুজ্জোহা, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালক অধ্যাপক ড. এমদাদুল হাসান।
বীজ বিতরণ
ম নরসিংদী প্রতিনিধি
বেসরকারি উন্নয়ন সংস্থা 'বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেসে' (বিজ)-এর উদ্যোগে নরসিংদী সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের রাজাদী এলাকায় সাত শতাধিক কৃষক পরিবারে বিনামূল্যে সবজির বীজ বিতরণ করা হয়েছে। সোমবার সংস্থার সাব-জোনাল ম্যানেজার সৌমেন চক্রবর্তীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নরসিংদী সদর উপজেলার কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. রফিকুল ইসলাম। এসময় অন্যদের মধ্যে ছিলেন সংস্থার সিনিয়র ব্রাঞ্চ ম্যানেজার মো. রাজ্জাকুল ইসলাম প্রামাণিক এবং প্রোগ্রাম সাপোর্ট অফিসার আবু রায়হান।
আলোচনা সভা
ম হবিগঞ্জ প্রতিনিধি
ঐতিহ্যবাহী জেকে অ্যান্ড এইচকে হাইস্কুল অ্যান্ড কলেজের শতবর্ষপূর্তি ও শিক্ষক-শিক্ষার্থী পুনর্মিলনী সফলভাবে উদযাপন করার লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সংস্থান করা কার্যালয়ে প্রাক্তন ছাত্র ও জনতা ব্যাংক কর্মকর্তা নুরুল ইসলামের সভাপত্বিতে এবং উদযাপন কমিটির সদস্যসচিব শফিকুর রহমান সিতুর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মোহাম্মদ জহিরুল হক। বক্তব্য রাখেন প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থী ও বিএনপির চেয়ারপাসনের উপদেষ্টা ডা. সাখাওয়াত হাসান জীবন, এমজি মুহিত, অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, মনসুর আহমেদ, মোহাম্মদ বাবুল, লায়ন মোহাম্মদ লিটন মিয়াসহ অনেকে।
স্মরণসভা অনুষ্ঠিত
ম তিতাস (কুমিলস্না) প্রতিনিধি
কুমিলস্নার তিতাসে জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিলন চাকমা, উপজেলা কৃষি অফিসার সাইফ আব্দুলস্নাহ মোস্তাফিন, তিতাস থানার ওসি মোহাম্মদ মামুনুর রশীদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান ভূঁইয়া, উপজেলা সমবায় কর্মকর্তা মোহাম্মদ বিলস্নাল হোসেন, পরিসংখ্যান কর্মকর্তা শারমিন আক্তার, উপ-সহকারী প্রকৌশলী সাদেক মোহাম্মদ জুনায়েদ প্রমুখ।
সংলাপ অনুষ্ঠিত
ম বেলাবো (নরসিংদী) প্রতিনিধি
নরসিংদী বেলাবোতে শিক্ষায় বঞ্চনা বাল্যবিবাহ, শিশুশ্রম, প্রতিবন্ধিতা এবং যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক স্থানীয় পর্যায়ে সংলাপ অনুষ্ঠিত হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা ভলান্টিয়ার্স অ্যাসোসিয়েশন ফর ভাব বাংলাদেশ আয়োজনে, গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় এবং মালালা ফাউন্ডেশনের অর্থায়নে সোমবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মতিউর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন ভাব বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর হাসনাইন সবিহ নায়ক, আইটি অ্যান্ড প্রোগ্রামার আবদুলস্নাহ আল মামুন, প্রোগ্রাম অফিসার আব্দুল মজিদ বিশ্বাস, গণসাক্ষরতা অভিযান বিষয়ক সিনিয়র প্রোগ্রাম অফিসার আবু রেজা। এ সময় ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার ভূপতিরঞ্জন সূত্রধর, ধুকুন্দী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মনিরুজ্জামান মনির প্রমুখ।
সভা অনুষ্ঠিত
ম নলডাঙ্গা (নাটোর) প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গা উপজেলা পরিষদে সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা রেদুয়ানুল হালিমের সাথে সাংবাদিক, ব্যবসায়ী, রাজনৈতিক নেতা, বীর মুক্তিযোদ্ধা,সরকারী কর্মকর্তা ও সুধীজনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হল রুমে নবাগত ইউএনও রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন এসিল্যান্ড আশিকুর রহমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বিপ্রবেলঘরিয়া ইউপি চেয়ারম্যান শাহজাহান আলী, পৌর বিএনপির সভাপতি এম এ হাফিজ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম বুলবুল,সাংবাদিক রানা আহমেদ,নলডাঙ্গা বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি নাসির উদ্দিন প্রমুখ।