রাজশাহীর গোদাগাড়ী উপজেলা কৃষকদলের সহ-সভাপতি নজরুল ইসলামকে হত্যার ছয় বছর পর মামলা করেছে পরিবার। মামলায় স্থানীয় এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গোদাগাড়ী থানার পরিদর্শক (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, 'শনিবার রাতে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। এরপর মামলার প্রধান আসামিকেও গ্রেপ্তার করে রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।'
গ্রেপ্তার ব্যক্তি সেতাবুর রহমান (৩৬) উপজেলার মাটিকাটা গ্রামের আতাউর রহমানের ছেলে।
মামলায় সেতাবুর রহমানের চাচা ও আরেক মাদক ব্যবসায়ী নাসির উদ্দিন ওরফে নয়ন ডাক্তারকেও আসামি করা হয়েছে। অন্য আসামিরা হলেন, সেতাবুরের বাবা আতাউর রহমান (৬০), ডালিম (৩৬), আলমগীর (৪৫), তরিকুল ইসলাম (৪৫), সোহেল রানা (৩০), তরিকুল ইসলাম (৩২), সাদ্দাম (৩৪) এবং দুরুল মুন্সি (৫২)।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদককারবারি সেতাবুরের নামে একাধিক মাদক মামলাও আছে।