বদলগাছীতে আগাম জাতের সবজির ন্যায্যমূল্য পেয়ে খুশি কৃষক

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

বদলগাছী (নওগাঁ) প্রতিনিধি
নওগাঁর বদলগাছীতে আগাম শিম ও সবজি চাষ করে সাফল্যের মুখ দেখছেন উপজেলার চাষিরা। শীতের শুরুতে নতুন সবজির দাম ভালো পাওয়ায় খুশিতে দিন পার করছেন তারা। গত শনিবার বদলগাছী ও রোববার ভান্ডারপুর সবজির বাজার ঘুরে দেখা গেছে, প্রতি কেজি পাতাসহ পিঁয়াজ ৮০-৯০ টাকা, রসুন ১০০-১৩০, শিম ১৩০-১৪০, মুলা ৪৫-৫০, করলা ৬০-৬৫, ফুলকপি একপিস ৪৫-৫৫, লাল শাক ৩৫-৪০, ঢেরস ৫৫-৬০, পোটল ৪৫-৫৫ এবং বেগুন ৫৫-৬০ টাকা দরে বিক্রি হচ্ছে। কোলা ইউপির সুতাহাটি গ্রামের কৃষক ফজলে মওলা বলেন, 'আমি ১২ কাঠা জমিতে ২২০০ ফুলকপির চারা রোপণ করেছি। আশা করছি, আগামী ১৫ দিনের মধ্যে প্রতি পিস কপি বাজারে ৪০-৪৫ টাকা দরে বিক্রি করব।' কদমগাছী গ্রামের কৃষক আফজাল বলেন, '১৫ কাঠা জমিতে পটল চাষ করেছি। প্রতি সপ্তাহে দেড় থেকে ২ মণ পটল তুলতে পেরেছি। কোলা ইউপি'র পুখুরিয়া গ্রামের আ. সালাম বলেন, 'আমি ৮ কাঠা জমিতে শিম চাষ করেছি। আশা করছি, এক সপ্তাহের মধ্যে শিম বাজারে বিক্রি করতে পারব।' উপজেলা কৃষি অফিসার সাবাব ফারহান বলেন, বদলগাছীতে এবার প্রায় ৪৬ হেক্টর জমিতে শিমসহ বিভিন্ন সবজি চাষ হয়েছে। ফলনও ভালো। এতে উপজেলার কৃষরা অনেক লাভবান হচ্ছেন।