রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

রংপুর প্রতিনিধি
রংপুর মহানগর শাখা কমিটিতে ইমতিয়াজ আহম্মদ ইমতিকে আহ্বায়ক ও রহমত আলীকে সদস্যসচিব করে ১২২ সদস্যের মহানগর কমিটি অনুমোদন দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ইমতিয়াজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এবং রহমত, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এছাড়াও কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী আলী মিলনকে মুখ্য সংগঠক এবং রংপুর ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড টেকনোলজির নাহিদ হাসান খন্দকারকে মুখপাত্র করা হয়েছে। গত রোববার মধ্যরাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক হাসনাত আবদুলস্নাহ ও সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে রংপুর মহানগর আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। ৬ মাসের জন্য গঠিত কমিটির যুগ্ম-আহ্বায়ক সাজ্জাদ হোসেন, আরিয়ান আফ্রিদি রাজ, জামিল হোসেন, শাহ মোতাওয়াক্কিল বিলস্নাহ, যুগ্ম-সদস্য সচিব আসির সাদিক রাফি, মুহম্মদ রাজিমুজ্জামান হৃদয়, ফারহান তানভীর ফাহিম, বেরোবির হাজিম উল হক, সিয়াম আহসান আয়ান, সাংগঠনিক সম্পাদক পদে শিক্ষার্থী জুবায়ের আহমেদ হিমন, মাহমুদ হাসান মুহিব, একেএম আহনাফ হোসেনসহ সদস্য পদে আছেন আরও ৮০ জন শিক্ষার্থী।