ফরিদগঞ্জ হানাদার মুক্ত দিবস পালিত

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি
২৫ নভেম্বর ফরিদগঞ্জ পাকহানাদার মুক্ত দিবস পালিত হয়েছে। সোমবার সকালে দিবসটি উপলক্ষের্ যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের পুরাতন কার্যালয়ে চাঁদপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের ও ফরিদগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু পাটওয়ারীর সভাপতিত্বে বক্তব্য রাখেন যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আলী হোসেন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, বীর মুক্তিযোদ্ধা হাবিলদার আবুল কালাম আজাদ, বীর মুক্তিযোদ্ধা আহসান উলস্ন্যাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা নুরুল আমিন, বীর মুক্তিযোদ্ধা ইঞ্জি. আবু তাহের, বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ বরকন্দাজ, বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মৃধা। আলোচনা শেষে একটি বর্ণাঢ্যর্ যালি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। উলেস্নখ্য, ১৯৭১ সালের ২৫ নভেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর কাছ থেকে মুক্ত হয় ফরিদগঞ্জ। এদিন বীর মুক্তিযোদ্ধা ও নিরস্ত্র জনতার প্রতিরোধের মুখে পাকিস্তানি হানাদার বাহিনী ফরিদগঞ্জ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়।