সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

আত্রাইয়ে ইউপি সদস্যের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
আত্রাইয়ে ইউপি সদস্যের পুকুরে বিষ প্রয়োগ করে মাছ নিধন

নওগাঁর আত্রাইয়ে এক ইউপি সদস্যের পুকুরে বিষ দিয়ে প্রায় চার লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। গত রোববার রাতে কে বা কারা এ বিষ প্রয়োগ করে। ইউপি সদস্য বিপস্নব আকন্দ উপজেলার ভোঁপাড়া ইউনিয়নের ভোঁপাড়া গ্রামের রফিকুল আকন্দের ছেলে। এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

বিপস্নব হোসেন জানান, তার ফুফুর কাছ থেকে প্রায় পৌনে তিন বিঘা আয়তনের একটি পুকুর লিজ নিয়ে প্রায় ১৫ বছর ধরে মাছ চাষ করছেন। সেই পুকুরে রোববার রাতে কে বা কারা বিষ প্রয়োগ করে। সোমবার সকালে খবর পেয়ে পুকুরে গিয়ে তিনি দেখতে পান পুকুরের সব মাছ মরে ভেসে উঠেছে এবং পুকুরের পানি থেকে বিষের গন্ধ ছড়িয়ে পরেছে। এতে তার প্রায় চার লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি।

আত্রাই থানার ওসি সাহাবুদ্দীন জানান, খবর পেয়ে সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনত ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে