সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

শিবগঞ্জে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
শিবগঞ্জে প্রধান শিক্ষকের সংবাদ সম্মেলন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার দেউলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক উথলী সাহা গত রোববার তার নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, গত কয়েক দিন পূর্বে আমাকে নিয়ে পত্রিকায় 'দেউলী হাইস্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে নানা অভিযোগ' এই শিরোনামে সংবাদ প্রকাশিত হয়, যা সঠিক নয়। গত ৪ বছর যাবৎ আমি দেউলী স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্বে রয়েছি। স্থানীয় জনসাধারণ ও অভিভাবকদের সহযোগিতায় গত কয়েক বছরের চেয়ে বর্তমানে শিক্ষার পরিবেশ উন্নত হয়েছে এবং এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ হয়েছে। ঠিক সেই মুহূর্তে অত্র স্কুলের সহকারী প্রধান শিক্ষক একেএম রকিফুল ইসলাম শিক্ষার পরিবেশ নষ্ট করার জন্য এবং সে নিজে প্রধান শিক্ষকের পদ নিতে মরিয়া হয়ে উঠছে।'

তিনি আরও বলেন, 'আমাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এ ধরনের অপপ্রচার চালানো হচ্ছে। বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছি।' এছাড়াও সত্য ঘটনা সুষ্ঠু তদন্তের দাবি জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে