নোয়াখালীতে অতিরিক্ত ভাড়া বন্ধে লিগ্যাল নোটিশ অভিযানে জেল জরিমানা
প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
স্টাফ রিপোর্টার, নোয়াখালী
নোয়াখালীতে অতিরিক্ত বাস ভাড়া আদায় বন্ধে জেলা প্রশাসককে এক আইনজীবী লিগ্যাল নোটিশ দিয়েছেন। এর পর বাস কাউন্টারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনার মাধ্যমে অতিরিক্ত ভাড়া আদায়ের দায়ে জেল জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহনেওয়াজ তানভীরের নেতৃত্বে জেলা শহরের বিভিন্ন বাস কাউন্টারে এ অভিযান চালানো হয়। এ সময় নোয়াখালী-ঢাকা রুটে অতিরিক্ত বাস ভাড়া আদায়ের দায়ে নীলাচল, হিমাচল ও একুশে পরিবহণ নামে তিনটি বাস কাউন্টারের ম্যানেজারদের ৭ দিন করে জেল এবং ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। একই সঙ্গে ভবিষ্যতে একই অপরাধ করলে আরও বড় ধরনের সাজা দেওয়া হবে বলে হুঁশিয়ার করে দেওয়া হয়। অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক কাউসার মিয়া, বিআরটিএ, নোয়াখালীর মোটরযান পরিদর্শক মাহবুব রব্বানী এবং লিগ্যাল নোটিশ পাঠানো আইনজীবী মুহাম্মদ শামছুল ফারুক উপস্থিত ছিলেন।