পাবনার সুজানগরে জমি-সংক্রান্ত বিরোধের জের ধরে দুর্বৃত্তরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ছয়জনকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত শুক্রবার সকালে উপজেলার মানিকহাট ইউনিয়নের খয়রান গ্রামে এ ঘটনা ঘটে। এতে ইনসান মোসাফি মাহিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
আহতরা হলেন- খয়রান গ্রামের পিতা আব্দুল আজিজ খার ছেলে ইয়াকুব আলী (৫০), ওমর আলী খানের ছেলে ইয়াছিন (২১), নুর আলী মন্ডলের ছেলে ফজলু (৫৫), মৃত আব্দুল আজিজ খানের ছেলে ওমর আলী (৫৫), ইয়াকুবের ছেলে মাহিম (২২), ফজলু মন্ডলের ছেলে মমিন (৩২)। আহতরা সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্স এবং পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মোস্তফা জানান, 'অভিযোগ পেয়েছি, তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
\হ