বড়াইগ্রামে আ'লীগ কর্মীকে পেটানোর ঘটনায় ১৫ জনের নামে মামলা, গ্রেপ্তার ১

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

নাটোর প্রতিনিধি
নাটোরের বড়াইগ্রামে বৃদ্ধ মা-বাবা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বল কুমার মন্ডল (২৫) নামে এক আওয়ামী লীগ কর্মীকে বেধড়ক পেটানোর ঘটনায় মামলা করা হয়েছে। এ ঘটনায় সোমবার ভোরে জালাল ভূঁইয়া নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে গত রোববার রাতে উজ্জ্বলের শ্বশুর কৃষ্ণচন্দ্র মন্ডল বাদী হয়ে বড়াইগ্রাম বিএনপির ১৫ জন নেতাকর্মীর নাম উলেস্নখসহ অজ্ঞাত ১০-১৫ জনের নামে মামলা করেন। বড়াইগ্রাম থানার ওসি সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন- বনপাড়া পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবিএম ইকবাল হোসেন রাজু, তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহাবুল আলম, আট নম্বর ওয়ার্ড বিএনপির সেক্রেটারি দুলাল কবিরাজ, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মুন্নাফ খান, পৌর শ্রমিক দলের আহ্বায়ক জালাল ভূঁইয়া, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নুর আলম, পৌর যুবদলের সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সুজন খান। অবশিষ্টরা বিএনপি কর্মী। গত বুধবার উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর শ্মশান ঘাট এলাকার কাঁচামাল ব্যবসায়ী বিশ্বনাথ মন্ডলের ছেলে উজ্জ্বল কুমার বাড়িতে আসেন। খবর পেয়ে বিএনপির ১০-১৫ নেতা তার বাড়িতে গিয়ে বাবা-মা ও অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে উজ্জ্বলকে মারপিট করেন।