জয়পুরহাটের ক্ষেতলালে হয়রানি করার উদ্দেশে মিথ্যা মামলা করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
সোমবার দুপুর সাড়ে ১২টায় প্রেস ক্লাব ক্ষেতলালে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
ভুক্তভোগী মনজুরুল লিখিত বক্তব্যে বলেন, 'আমি ২০১৯ সালে বানাইচ আলীপুর গ্রামের আব্দুল জলিল উরফে গান্দু মিয়ার মেয়ে সামিমাকে বিয়ে করি। বর্তমানে স্ত্রীর অসদাচরণের কারণে ইসলামি আইন অনুযায়ী বনিবনা না হওয়ায় ২০২২ সালের ২৩ সেপ্টম্বর তালাক দেই। আমার স্ত্রী দাম্পত্য বিরোধ নিষ্পত্তির প্রস্তাব দিলে আমরা আলমপুর ইউনিয়ন পরিষদের তিনজন ইউপি সদস্য হালিম, সরত্তন চন্দ্র, এনামুল হক, কাজী রুহুল আমিনসহ আলমপুর ইউপি চেয়াম্যনের পক্ষে একই বছরের ৮ সেপ্টেম্বর দেনমহরনাসহ আসবাবপত্র দিয়ে খোলাতালাক দেই। এদিকে আমার সাবেক শ্বশুর পুনরায় দেনমোহর ও খরপোশের মামলা করেন। মামলাটি আদালতে চলমান রয়েছে। সব দেনা-পাওনা বুঝিয়ে দেওয়ার পরও মিথ্যা মামলা হাওয়ায় পারিবারিকভাবে হেনস্তার শিকার হচ্ছি। আমি এ বিষয়ে ন্যায় বিচারের দাবি জানাই।