সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

রূপগঞ্জে গাইড বই না কেনায় শিক্ষার্থীর আঙুল ভাঙার অভিযোগ

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
রূপগঞ্জে গাইড বই না কেনায় শিক্ষার্থীর আঙুল ভাঙার অভিযোগ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়-মিঠাবো স্কুলে গাইড বই না কেনায় সপ্তম শ্রেণির শিক্ষার্থী তুরা বিশ্বাসকে পিটিয়ে বাম হাতের আঙুল ভেঙে দিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার পর থেকে ওই শিক্ষার্থী গত ১৫ দিন ধরে স্কুলে অনুপস্থিত রয়েছে। শিক্ষার্থী তুরা বিশ্বাস উপজেলার ভুলতা ইউনিয়নের মাছুমাবাদ দিঘির পাড় এলাকার নেপাল বিশ্বাসের মেয়ে।

জানা গেছে, তুরা গাইড বই নিয়ে স্কুলে না আসায় আদর্শ উচ্চ বিদ্যালয়-মিঠাবো স্কুলের সহকারী শিক্ষক সাফায়েতুর রহমান তাকে বেত দিয়ে পিটিয়ে হাতের আঙুল ভেঙে দেওয়াসহ শরীরের বিভিন্ন স্থানে জখম করেন। এ ঘটনায় উন্নত চিকিৎসা না পাওয়ায় ১০-১২ দিন পর ওই শিক্ষার্থীর হাতের আঙুলের অবস্থার অবনতি হয়। তখন অভিভাবক তাকে স্কুলে নিয়ে আসলে এ ঘটনাটি স্কুলসহ পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করেন শিক্ষকরা। চিকিৎসাধীন অবস্থায় এক্স-রে রিপোর্টে দেখা যায় তার হাতের আঙুলটির হাড় ফেটে গেছে।

এ ঘটনায় অভিযুক্ত সহকারী শিক্ষক সাফায়েতুর রহমান অভিযোগ অস্বীকার করে বলেন, '৭ম শ্রেণির ছাত্রী তুরা বিশ্বাসকে গাইড বইয়ের জন্য বেত মারা হয়নি। তুরা বিশ্বাস ও তার সহপাঠীদের ক্লাসে পড়া না পারায় শাসন করা হয়েছে। তবে তার হাতের আঙুল ভাঙার বিষয়টি আমার জানা ছিল না।'

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ মইনুল হক বলেন, তুরা বিশ্বাসকে গাইড বইয়ের জন্য মারা হয়নি। গাইড বই দিয়ে স্কুলে পাঠদান নিষেধ। তুরা বিশ্বাসের চিকিৎসা স্কুল কর্তৃপক্ষ বহন করছে। অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইসমাইল হোসেন বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে গাইড বই দিয়ে পাঠদান এবং ক্লাসে বেত নিয়ে যাওয়া সম্পূর্ণ নিষেধ। শিক্ষক শিক্ষার্থীদের আদর ভালোবাসা দিয়ে পাঠদান করাবে। আদর্শ উচ্চ বিদ্যালয়- মিঠাবো স্কুলের ঘটনাটি তদন্ত করে অভিযুক্ত সহকারী শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে