শীর্ষ সন্ত্রাসী আজিজুল ২২ বছর পর গ্রেপ্তার

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

চট্টগ্রাম বু্যরো
দীর্ঘ ২২ বছর পর চট্টগ্রামের রাউজানের ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হককে গ্রেপ্তার করেছের্ যাব-৭। রোববার নগরের কোতোয়ালী থানা এলাকার হোটেল সোনালীর সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সোমবার দুপুরের্ যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেন। আজিজুল হক রাউজান উপজেলার উত্তর হিংগলা এলাকার আব্দুল মোনাফের ছেলে। তিনি বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত বলে জানা গেছে। র্ যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন জানান, রাউজান থানার হত্যা মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি শীর্ষ সন্ত্রাসী আজিজুল হক। সে আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে গ্রেপ্তার এড়াতে দীর্ঘ ২২ বছর চট্টগ্রাম জেলা ও নগরের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল। তার বিরুদ্ধে রাউজান থানায় হত্যা, অস্ত্র, অপহরণ, চুরি এবং ডাকাতিসহ ১২টি মামলা রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। \হ