আটঘরিয়ায় ধানের মৌসুমে চালের দামে ঊর্ধ্বগতি, সবজিও নিয়ন্ত্রণহীন

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি
বাজারদর বর্তমানে সাধারণ মানুষের নাগালের বাইরে। সেই পালে হাওয়া বইছে পাবনার আটঘরিয়া উপজেলার বিভিন্ন বাজারে। উপজেলার বিভিন্ন বাজারে ধানের মৌসুমেও চালের দাম ঊর্ধ্বগতিসহ শীতকালীন তরিতরকারির দামও নিয়ন্ত্রণহীন। তবে কিছুসংখ্যক পণ্যের দাম আগের তুলনায় কমেছে। এলাকার বাজারের চিত্র, নতুন আলু প্রতি কেজি ১০০ ও পুরাতন আলু ৭৫ টাকা, দেশি পেঁয়াজ প্রতি কেজি ১১০ টাকা ও আমদানিকৃত পেঁয়াজ ৮০ থেকে ৯০ টাকা, এছাড়াও বেগুন প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা মরিচ দাম কমে ৯০ টাকা কেজি, লাউ প্রতিটি আকার ভেদে ৩০ থেকে ৪০ টাকা, সিম প্রতি কেজি ৯০ থেকে ১০০ টাকা, বাঁধাকপি ৫০ টাকা কেজি, মিষ্টি কুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি, মুলা প্রতি কেজি ৪০ টাকা। ব্যবসায়ীরা বলছেন, নতুন ধান প্রতি মণ ১৪৫০ থেকে ১৪৯০ টাকা। এ কারণে চালের দাম ঊর্ধ্বগতি।