শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

চৌগাছায় ২৪'র গণঅভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

চৌগাছা (যশোর) প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
চৌগাছায় ২৪'র গণঅভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে সভা

যশোরের চৌগাছায় ২০২৪ সালের জুলাই-আগস্ট ছাত্র-জনতার গণঅভু্যত্থানে আহত ও শহীদদের স্মরণে তাদের পরিবারের সদস্যদের উপস্থিতিতে স্মরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুস্মিতা সাহার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন যশোর জেলার অতিরিক্ত ম্যাজিস্ট্রেট কমোলেশ মজুমদার।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা মেহেদি হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন- চৌগাছা সরকারি কলেজের অধ্যক্ষ রেজাউর রহমান, চৌগাছা থানার ওসি তদন্ত কামাল হোসেন, উপজেলা বিএনপির সভাপতি এমএ সালাম, উপজেলা জামায়াতের আমির গোলাম মোরশেদ, ইসলামী শাসনতন্ত্রের চৌগাছা উপজেলা শাখার সভাপতি আনিচুর রহমান, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার রুহুল আমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চৌগাছা উপজেলা কমিটির সদস্য রাশেদুল ইসলাম, জুলাই-আগস্টে আন্দোলনে শহীদ আলামিনের বাবা আনোয়ার হোসেন।

আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আহত ও শহীদদের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া ও মোনাজাত করেন উপজেলা শাহি মসজিদের ইমাম শাহাজান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে