শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

নাসিরনগরে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

নাসিরনগর (ব্রাহ্মণবড়িয়া) প্রতিনিধি
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
নাসিরনগরে সাবেক ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সাবেক এক ছাত্রলীগ নেতার বিচার ও গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে গ্রামের শতাধিক মানুষ। গত রোববার বিকালে উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুনিয়াউক বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

অভিযুক্ত মো. শাহাবুদ্দিন দানু গুনিয়াউক ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি ও নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ১৬ বছরে আওয়ামী লীগের আমলে শাহাবুদ্দিন দানুর দ্বারা গ্রামের অনেক নিরীহ মানুষ নির্যাতিত হয়েছেন। রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে মানুষের জায়গা দখল ও প্রতিপক্ষকে মামলা দিয়ে হয়রানি করাসহ বিভিন্ন অভিযোগ রয়েছে সাবেক এই ছাত্রলীগ নেতার বিরুদ্ধে।

অভিযুক্ত শাহাবুদ্দিন দানু বলেন, 'এদের অভিযোগ সম্পূূর্ণ মিথ্যা ও বানোয়াট, আমাকে ফাঁসানোর জন্য তারা এই মানববন্ধনের আয়োজন করেছে'

নাসিরনগর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, 'শিক্ষকের পক্ষে মামলা হয়েছিল, তখন আমরা আসামিদের ধরেছিলাম। আজকে ওই শিক্ষকের বিরুদ্ধে মানববন্ধনের বিষয়টি শুনেছি।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে