শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তরুণের মৃতু্য

নবীগঞ্জে কিশোরের গলাকাটা লাশ উদ্ধার ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
স্বদেশ ডেস্ক
  ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০
টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তরুণের মৃতু্য
টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে তরুণের মৃতু্য

গাজীপুরের টঙ্গীতে সেপটিক ট্যাংক বিস্ফোরণে এক তরুণ নিহত হয়েছে। এদিকে হবিগঞ্জের নবীগঞ্জে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় পথচারী নিহত হন। প্রতিনিধিদের পাঠানো বিস্তারিত খবর-

গাজীপুর ও টঙ্গী প্রতিনিধি জানান, গাজীপুরের টঙ্গীতে একটি চারতলা ভবনের সেপটিক ট্যাংকের বিস্ফোরণে এক তরুণ নিহত হয়েছেন। গত রোববার রাত ১০টার দিকে টঙ্গীর আউচপাড়ার মোলস্নাবাড়ি সড়ক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম হাবিবুলস্নাহ (১৯)। তার বাবার নাম রুহুল আমিন। বিস্ফোরণের পর তাকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত পৌনে ১২টার দিকে তিনি মারা যান।

জানা যায়, আউচপাড়ার মোলস্নাবাড়ি এলাকায় একটি ভাড়া বাসার নিচতলায় সেপটিক ট্যাংকের ওপর তিন কক্ষের একটি আলাদা ইউনিটে পরিবারের সঙ্গে হাবিবুলস্নাহ থাকতেন। গত রোববার রাত ১০টার দিকে হঠাৎ বাসার নিচের সেপটিক ট্যাংকে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এ সময় বাসার তলা ধসে বিভিন্ন জিনিসের আঘাতে গুরুতর আহত হন হাবিবুলস্নাহ। টঙ্গী ফায়ার সার্ভিসের কর্মকর্তা শাহীন আলম বলেন, 'বিস্ফোরণের খবর পেয়ে আমরা রাত ১০টা ১০ মিনিটে ঘটনাস্থলে যাই।' থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর বলেন, 'এ ঘটনায় একটি অপমৃতু্যর মামলা হয়েছে।'

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি জানান, হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পুরানগাঁও এলাকায় মোস্তাকিন মিয়া (১৭) নামে এক কিশোরের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ বলছে তদন্ত শেষে দ্রম্নত হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করা হবে। গত রোববার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামে বসতঘর থেকে পুলিশ মোস্তাকিম মিয়ার লাশ উদ্ধার করে। নিহত মোস্তাকিম উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের পুরানগাঁও গ্রামের মৃত জফর মিয়ার ছেলে ও পেশায় রাজমিস্ত্রি।

জানা যায়, বাড়িতে মোস্তাকিম তার মা ও প্রবাসী দুই ভাইয়ের স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিল। রোববার সন্ধ্যায় মৃত জফর মিয়ার শাশুড়ি অসুস্থ হওয়ায় জাফর মিয়ার স্ত্রী বসতঘরে প্রবাসী দুই ছেলের দুই স্ত্রী ও ছেলে মোস্তাকিম মিয়াকে রেখে পিত্রালয়ে চলে যান। সন্ধ্যার দিকে বসতঘরের খাটে মোস্তাকিম মিয়া ঘুমিয়ে পড়েন। রাত ১০টার দিকে বাথরুমে যান মোস্তাকিম। পরে বাথরুম থেকে নিজ বসতঘরে প্রবেশের পর মোস্তাকিম মিয়ার চিৎকার-চেঁচামেচি শুনে দৌড়ে আসেন দুই ভাইয়ের স্ত্রী। এসে খাটের ওপর মোস্তাকিম মিয়ার গলাকাটা লাশ দেখতে পান। খবর পেয়ে নবীগঞ্জ থানার ওসি কামাল হোসেনসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

থানার ওসি কামাল হোসেন বলেন, 'হত্যাকান্ডের আগে-পরে যারা ঘটনাস্থলে বা আশপাশে ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আশা করছি দ্রম্নত হত্যাকান্ডের মূল রহস্য উদঘাটন করা সম্ভব হবে।'

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি জানান, ফরিদপুরের ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় প্রাণ গেল জিহাদ শেখ (৪০) নামে এক পথচারীর। উপজেলার ঘারুয়া ইউনিয়নের বামনকান্দা নামক স্থানে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের সার্ভিস রোডে গত রোববার সকাল ৮টায় এ দুর্ঘটনা ঘটে। জিহাদ ফরিদপুর জেলার নগরকান্দা উপজেলার কাইচাইল ইউনিয়নের পোড়াদিয়া গ্রামের ইউছুফ আলী শেখের ছেলে। শিবচর হাইওয়ে থানার উপপরিদর্শক তমাল সরকার বলেন, রাস্তা পারাপারের সময় পথচারী জিহাদ শেখকে অজ্ঞাত কোনো গাড়ি সজোরে ধাক্কা দেয়। এতে তিনি মাথায় গুরুতর আঘাত পেয়ে রাস্তায় পড়ে থাকেন। এলাকাবাসী তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপেস্নক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে