বস্নক তুলে নেওয়া সুনামগঞ্জের তাহিরপুর-মধ্যনগর সাব মার্সিবল সড়ক -যাযাদি
সুনামগঞ্জের তাহিরপুর-মধ্যনগর সাবমার্সেবল সড়কে পাঠাবুকা, মানিকখিলা ও ভবানীপুর ইউনিয়ন পরিষদের সামনে সড়কের ব্যবহৃত বস্নক নিয়ে যাচ্ছে দুষ্কৃতকারী লোকজন। ফলে হেমন্ত মৌসুমের এ পাকা সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। বস্নক নিয়ে যাওয়ার পর ভোগান্তি পড়েছেন এ পথে যাতায়াতকারী লোকজন। এ অবস্থা চলমান থাকলে আগামী কিছুদিনের মধ্যে কমপক্ষে ২ কিলোমিটার সাবমার্সেবল সড়ক বস্নকশূন্য হয়ে পড়বে। এমনটাই জানালেন এ পথে চলাচলকারী যাত্রী ও একাধিক মোটর সাইকেল চালক।
তাহিরপুর-মধ্যনগর সড়কে ভাড়ায় মোটর সাইকেল চালান উপজেলা সদর রতনশ্রী গ্রামের রাজু আহমেদ। তিনি জানান, তাহিরপুর উপজেলা সদর থেকে মধ্যনগর ও ধর্মপাশা উপজেলা সদরের সঙ্গে হেমন্ত মৌসুমে যোগাযোগের একমাত্র সড়ক এটি। এ সড়কে শ্রীপুর দক্ষিণ ইউনিয়নের পাঠাবুকা গ্রামের পশ্চিমে, মানিকখিলা গ্রামের সামনে এবং ভবানীপুর ইউনিয়ন পরিষদের সামনের সড়কের অনেক স্থান থেকে বস্নক নিয়ে গেছে লোকজন। বর্তমানে এ পথে মোটর সাইকেলে যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে নানা সমস্যায় পড়তে হচ্ছে।
জানা যায়, ২০০৯ সালে এলজিইডি হিলিপ প্রকল্প উপজেলা সদর থেকে সুলেমান বাজার পর্যন্ত ৭ কিলোমিটার সড়ক নির্মাণ করে। পরবর্তীকালে ২০১০ সালে সুলেমানপুর বাজার পশ্চিমপাড় হতে লামাগাও বাজার পর্যন্ত একই রকম বস্নক দিয়ে আরও ৯ কিলোমিটার সড়ক নির্মাণ করে এলজিইডি হিলিপ প্রকল্প। এর পর হেমন্তের ৬ মাস এ পথে মধ্যনগর, ধর্মপাশা উপজেলার লোকজন খুব সহজেই যাতায়াত করতেন। সম্প্রতি সড়ক থেকে পানি নেমেছে। এরই মধ্যে পাঠাবুকা গ্রামের পশ্চিম পাশ থেকে শুরু করে ভাবনীপুর গ্রামের আশপাশের সড়ক থেকে বিভিন্ন স্থানের বস্নক রাতের অন্ধকারে তুলে নেওয়া হচ্ছে।
নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকইে জানিয়েছেন, সড়কসংশ্লিষ্ট গ্রামের ক্ষতিপয় দুষ্কৃতকারী লোকজন তাদের প্রয়োজনে রাতের অন্ধকারে বস্নক উঠিয়ে নিয়ে যাচ্ছে। গ্রামে গিয়ে খোঁজ করলেই দেখা যাবে কে বা কারা এ বস্নক উঠিয়ে নিয়ে গেছে।
শ্রীপুর দক্ষিণ ইউনিয়ন দুর্লভপুর গ্রামের আইনজীবী মহসিন রেজা মানিক বলেন, ডুবন্ত সড়কটি হেমন্ত মৌসুমে হাওরপাড়ের লোকজনের যাতায়াতের ক্ষেত্রে অনেকটা সুবিধা করে দিয়েছে। এ সড়কটি রক্ষণাবেক্ষণ ও দেখাশোনা করা সবার দায়িত্ব। বস্নক উঠিয়ে নিয়ে সড়কটি নষ্ট করা ছাড়া কাজের কাজ তেমন কিছু হবে না।
তাহিরপুর উপজেলা প্রকৌশলী এলজিইডি জাহিদুর রহমান বলেন, 'তাহিরপুর মধ্যনগর সাব মার্সেবল সড়কের পাঠাবুকা গ্রামের পশ্চিম পাশ ও মানিকখিলা গ্রামের সামনের সড়ক থেকে বস্নক নিয়ে যাচ্ছে। বিষয়টি স্থানীয় অনেক লোকজন আমাকে জানিয়েছেন। আমি বিষয়টি দেখছি।'