টাঙ্গাইলে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল
টাঙ্গাইলে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস উপলক্ষে শোভাযাত্রা বের করা হয় -যাযাদি
'বিচারের নামে অবিচার হয়, নারী কোথাও নিরাপদ নয়' প্রতিপাদ্যে টাঙ্গাইলে নারী নির্যাতনের বিরুদ্ধে আন্তর্জাতিক প্রতিবাদ দিবস পালিত হয়েছে। সোমবার এ উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এদিন সকালে টাঙ্গাইল প্রেস ক্লাবের সামনে দুর্বার নেটওয়ার্ক জেলা ও নারীপক্ষের উদ্যোগে প্রেস ক্লাবের সামনে থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শেখ ফজিলাতুননেছা মুজিব মহাবিদ্যালয়ে সংক্ষিপ্ত আলোচনায় মিলিত হয়। শেখ ফজিলাতুননেছা মুজিব মহাবিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ আলতাফ হোসেনের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, শিক্ষক পরিষদের সাধারণ সম্পাদক জাফরীন শহীদ, সেবক এর নির্বাহী পরিচালক নাজমুস সালেহীন প্রমুখ। সভা পরিচালনা করেন, আরপিডিও'র নির্বাহী পরিচালক রওশন আরা লিলি। এ সময় শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী ও উন্নয়ন সহযোগী সংগঠনের নারী নেত্রীরা উপস্থিত ছিলেন।