৪ জেলায় আরও পাঁচজন আটক

বাঁশখালীতে বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত দুই আসামি গ্রেপ্তার

প্রকাশ | ২৬ নভেম্বর ২০২৪, ০০:০০

স্বদেশ ডেস্ক
চট্টগ্রামের বাঁশখালীতে সাজাপ্রাপ্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। অপরদিকে বিভিন্ন অপরাধে রাঙামাটির কাপ্তাই, শেরপুরের নকলা, গাজীপুরের কালিয়াকৈর ও নওগাঁর মান্দায় পাঁচজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর- বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি জানান, চট্টগ্রামের বাঁশখালীতে বিশেষ অভিযান পরিচালনা করে মো. হোসেন (৫২) ও ইব্রাহিম (৩২) নামে দুই সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করেছে বাঁশখালী থানা পুলিশ। রোববার রাতে উপজেলার পুঁইছড়ি ও পৌরসভার উত্তর জলদি এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়। মো. হোসেন উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের মৃত ফরিদ আহমদের ছেলে। অপর আসামি ইব্রাহিম পৌরসভা ৩নং ওয়ার্ড উত্তর জলদি এলাকার বাদশা মিয়ার ছেলে। কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামি নুরুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়েছে। সোমবার ভোর সাড়ে ৫টায় চট্টগ্রাম জেলার লোহাগাড়া উপজেলা হতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও পৃথক আরেকটি অভিযানে গত রোববার বিকালে কাপ্তাই উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউনিয়নের বারঘোনিয়া গেইট এলাকা হতে থানার মামলার এজাহারনামীয় আসামি মো. জাবেদ হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক দুইটি অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কাপ্তাই থানার ওসি মো. মাসুদ। নকলা (শেরপুর) প্রতিনিধি জানান, শেরপুরের নকলায় গাঁজা, ইয়াবা ও বিদেশি মদসহ সুফিয়া বেগম (৩৫) নামের এক নারীকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। রোববার রাতে পৌর শহরের কুর্শাবাদাগৈড় (কইন্না পাড়া) গ্রামে এ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। সুফিয়া বেগম ওই এলাকার রফিকুল ইসলাম রফিকের স্ত্রী। তার বিরুদ্ধে নকলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ দমন আইনে মামলা দায়ের করা হয়েছে। কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি জানান, গাজীপুরের কালিয়াকৈরে নিজের বাসার ভাড়াটে এক নারী শ্রমিককে ধর্ষণের অভিযোগে তার বাড়ির মালিককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার রাতে ধর্ষককে গ্রেপ্তার করে সোমবার গাজীপুর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ধর্ষক হলো- কালিয়াকৈর উপজেলার মুন্সিরটেক এলাকার সিফাত আলী ওরফে ছিবার আলীর ছেলে আব্দুল রাজ্জাক (৩৮)। মান্দা (নওগাঁ) প্রতিনিধি জানান, নওগাঁর মান্দায় বিস্ফোরক মামলায় আ'লীগ নেতা সোহেল আহম্মেদ তুফানকে (৪২) আটক করেছে পুলিশ। তুফান উপজেলার গণেশপুর ইউনিয়নের দোসতী গ্রামের প্রয়াত অ্যাডভোকেট অহিদ উদ্দিন মন্ডলের ছেলে। শনিবার সন্ধ্যায় তাকে আটক করে রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে জানান মান্দা থানার (ওসি) মনসুর রহমান।