বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

ঢাকা-খুলনা রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
ঢাকা-খুলনা রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল শুরু

ঢাকা থেকে ভাঙ্গা জংশন হয়ে নড়াইলের ওপর দিয়ে খুলনা পর্যন্ত নবনির্মিত রেললাইনে পরীক্ষামূলক ট্রেন চলাচল রোববার থেকে শুরু হয়েছে। ট্রেনটি ঢাকার কমলাপুর থেকে ফরিদপুরের ভাঙ্গা জংশনে পৌঁছায় রোববার সকাল ১০টা ৩৩ মিনিটে। ফরিদপুরের ভাঙ্গা থেকে ১০টা ৪০ মিনিটে ট্রেনটি খুলনার উদ্দেশে ছেড়ে যায়। আগামী ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ট্রেনটি চালুর সম্ভাবনা রয়েছে। ভাঙ্গা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সাকিব আকন্দ বলেন, পরীক্ষামূলক ট্রেনটি ভাঙ্গা রেল জংশনে রোববার সকাল ১০টা ৩৩ মিনিটে প্রবেশ করে। এটি ১০টা ৪০ মিনিটে ভাঙ্গা জংশন ছেড়ে চলে যায়। পরীক্ষামূলক ট্রেনটি চালু হওয়ায় আমরা আনন্দিত। ট্রেনে যাত্রী হিসেবে ছিলেন রেলপথ বিভাগের সচিব আবদুল বাকি, রেলওয়ের মহাপরিচালক সরদার শাহাদাত হোসেন, রেলওয়ের পশ্চিম অঞ্চলের প্রধান কর্মকর্তাসহ বাংলাদেশ সেনাবাহিনী, চায়না রেলওয়ে কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা।'

তিনি জানান, 'ফরিদপুরের ভাঙ্গা থেকে যশোরের পদ্মবিলা রেলওয়ে স্টেশন পর্যন্ত ১০০ কিলোমিটার গতিতে ট্রেনটি চলবে। পদ্মবিলা রেলওয়ে স্টেশন থেকে যশোরের সিঙ্গিয়া হয়ে খুলনা পর্যন্ত ৭৫ কিলোমিটার গতিতে ট্রেনটির চলার কথা রয়েছে।'

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে