বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জামালপুর জেলা কমিটিতে অচেনা সাতজনকে স্থান দেওয়ার প্রতিবাদে ইসলামপুরে সংবাদ সম্মেলন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা।
রোববার দুপুরে ইসলামপুর প্রেস ক্লাব হলরুমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থীরা এ সংবাদ সম্মেলন করেন। এ সময় তারা কমিটিতে সাতজন প্রতিনিধির মধ্যে আ'লীগ পরিবারের সন্তান ও জাতীয় পার্টির দোসরদের রাখার প্রতিবাদ জানান।
ছাত্র আন্দোলনের সাধারণ শিক্ষার্থী সাব্বির খান লোহানী বলেন, '২২ নভেম্বর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জামালপুর জেলা শাখার কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ইসলামপুর উপজেলার সাতজন প্রতিনিধি নাম লিপিবদ্ধ রয়েছে। তাদের বিগত জুলাই/আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাদের কোনো ভূমিকা ছিল না।'
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- সাঈম খান, রেদুওয়ান হোসেন সিয়াম, সানজিদা জাহান রিফা, মাহি আক্তার, মাসুম খান, মীমসহ প্রমুখ।