ফেনীতে গণসংবর্ধনা পেলেন চট্টগ্রাম মহানগর আদালতের পিপি মফিজুল

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০

ফেনী প্রতিনিধি
ফেনী সদর উপজেলার কালীদহ ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের কৃতিসন্তান অ্যাডভোকেট মফিজুল হক ভূঞা চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের পিপি নির্বাচিত হওয়ায় নিজ গ্রামে গণসংবর্ধনা অনুষ্ঠান হয়েছে। গত শনিবার বিকালে সদর উপজেলার গোবিন্দপুর হাজি ঈদগাঁ মাঠে এ গণসংবর্ধনা দেওয়া হয়। কালীদহ ইউনিয়ন বিএনপি'র ও এর অঙ্গসংগঠনের নেতারা এ গণসংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি'র আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপি'র সদস্যসচিব আলাল উদ্দিন আলাল, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রফেসর এম এ খালেক, গাজী হাবিবুলস্না মানিক, আনোয়ার হোসেন পাটোয়ারী, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুল রহমান বকুল, আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির আহ্বায়ক অ্যাড. মেজবাহ উদ্দিন ভূঞা, জেলা যুবদলের সভাপতি সালাউদ্দিন মামুনসহ নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হক লিটন।