শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

চৌদ্দগ্রামে ৩৮ বছর পর প্রেস ক্লাবের প্রথম নির্বাচন

চৌদ্দগ্রাম (কুমিলস্না) প্রতিনিধি
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
চৌদ্দগ্রামে ৩৮ বছর পর প্রেস ক্লাবের প্রথম নির্বাচন

কুমিলস্নার চৌদ্দগ্রাম প্রেস ক্লাব প্রতিষ্ঠার ৩৮ বছর পর প্রথমবার উৎসবমুখর পরিবেশে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে দৈনিক নয়াদিগন্তের সিরাজুল ইসলাম ফরায়েজী এবং সাধারণ সম্পাদক পদে যায়যায়দিনের বেলাল হোসাইন নির্বাচিত হয়েছেন। সিনিয়র সহ-সভাপতি (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) দৈনিক আমার দেশের এমদাদ উল্যাহ, সহ-সভাপতি পদে আজকের দৈনিকের মুহা. জহিরুল হাসান নির্বাচিত হন।

গত শনিবার চৌদ্দগ্রাম ফয়েজুন্নেছা মহিলা মাদ্রাসায় সকাল ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত ৩৯ জন ভোটারের মধ্যে ৩৬ জন ভোটারের ভোটগ্রহণ শেষে নির্বাচন কমিশনের চেয়ারম্যান কুমিলস্না বারের সিনিয়র আইনজীবী সিরাজুল ইসলাম ভুঁইয়া বিজয়ীদের নাম ঘোষণা করেন।

অন্যান্য পদে নির্বাচিতরা- যুগ্ম সাধারণ সম্পাদক দেশ রূপান্তরের মনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক এশিয়ান টেলিভিশনের কামাল হোসেন নয়ন, কোষাধ্যক্ষ সংবাদ প্রতিদিনের আহসান উলস্নাহ, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক খবরপত্রের এম এ আলম, দপ্তর সম্পাদক দৈনিক মানবজমিনের শাহীন আলম, সাংস্কৃতিক ও ক্রীড়া সম্পাদক বিজয় টিভির মনির উলস্নাহ ভুঁইয়া, কার্যকরী সদস্য আনিছুর রহমান, রাসেল পাটোয়ারী ও সফিউল আলম।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে