চিতলমারী উপজেলা পলস্নী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক বরখাস্ত

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০

বাগেরহাট প্রতিনিধি
আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে বাগেরহাটের চিতলমারী উপজেলার পলস্নী সঞ্চয় ব্যাংকের সিনিয়র অফিসার ও শাখা ব্যবস্থাপক অসীম কির্ত্তনীয়াকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তিনি চিতলমারীতে শাখা ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকালে ভুয়া ঋণ তৈরি, সহকর্মীদের কাছ থেকে ধার গ্রহণ এবং প্রতিষ্ঠানের ৬১ লাখ ৭৯ হাজার ৭০০ টাকার আর্থিক অনিয়ম ও দুর্নীতি করেছেন বলে অভিযোগ ওঠে। তাই তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। পলস্নী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সালমা বানু স্বাক্ষরিত গত সপ্তহের এক আদেশে তাকে বরখাস্ত করা হয়। রোববার সকালে এ তথ্য জানান তিনি। একটি স্মারকে ব্যবস্থাপনা পরিচালক পত্র প্রাপ্তির ৭ কর্মদিবসের মধ্যে জবাব দেওয়ার জন্য অসীম কির্ত্তুনীয়াকে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়। নোটিশের জবাব না দিলে অসীমের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে উলেস্নখ করা হয়েছে। অসীম কির্ত্তনীয়া সংবাদকর্মীদের জানান, সাময়িক বরখাস্তের আদেশ পেয়ে আমি পঞ্চগড়ে যোগদান করেছি। এর বেশি কিছু বলতে পারছি না।