শুক্রবার, ২৫ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

রাজশাহীতে আইইউটির শিক্ষার্থী সাকিবের দাফন সম্পন্ন

রাজশাহী অফিস
  ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
রাজশাহীতে আইইউটির শিক্ষার্থী সাকিবের দাফন সম্পন্ন

গাজীপুরে পিকনিকের বাসে বিদু্যতায়িত হয়ে মৃত আইইউটির শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর পবা উপজেলার মুরারীপুর কবরস্থানে সমাহিত করা হয়েছে। রোববার সকাল ১০টায় নামাজে জানাজা শেষে তার দাফন সম্পন্ন করা হয়। এর আগে সাকিবের মরদেহ ফ্রিজার ভ্যানে করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে রাজশাহীতে নেওয়া হয়।

সাকিবের পিতা জাহাঙ্গীর আলম বলেন, 'পিকনিকে গিয়ে এভাবে মৃতু্য কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনায় যার যার অবহেলা ও গাফিলতি আছে তা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। বলেন, এভাবে যেন আর কোনো বাবা-মা'র বুক খালি না হয়।'

অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষিকা ফজিলাতুন নেসার দ্বিতীয় সন্তান জুবায়ের সাকিব। মেধাবী ও নম্র ভদ্র হিসেবে এলাকায় তার বেশ সুনাম ছিল। ছোটবেলা থেকেই প্রকৌশলী হওয়ার ইচ্ছে ছিল তার। সেই স্বপ্ন পূরণে ভর্তি হয়েছিলেন আইইউটিতে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে