সৈয়দপুরে ছয়জন 'থাই গেমস' জুয়াড়ি গ্রেপ্তার
৩ জেলায় আরও তিনজনকে আটক
প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০
স্বদেশ ডেস্ক
নীলফামারীর সৈয়দপুরে থাই গেমস ছয় জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। অন্যদিকে বিভিন্ন অপরাধে ব্রাহ্মণবাড়িয়া, রাঙামাটির কাপ্তাই, গাইবান্ধা ও দিনাজপুরের ঘোড়াঘাট থেকে তিনজনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি জানান, নীলফামারীর সৈয়দপুরে ৬ জন থাই গেমস জুয়াড়িকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার বিকালে উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের চৌমহনী বাজারের তৃপ্তি হোটেল এন্ড রেস্টুরেন্টের কেবিনের ভেতরে বসে ইলেকট্রনিক্স ডিভাইস, মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহার যোগাযোগ মাধ্যমে বিজ্ঞাপন প্রচার করার সময় তাদের হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো সৈয়দপুর পৌরসভার ১০নং ওয়ার্ডের কাজীপাড়ার ফিরোজুল ইসলামের ছেলে মশিউর রহমান (২২), ওবায়দুল হকের ছেলে শফিকুল ইসলাম (২৫), জাভেদ আলমের ছেলে রেজোয়ান হোসেন (২৫), বাঙ্গালীপুর ইউনিয়নের বাড়াইশাল মাঝাপাড়ার অবিনাশ চন্দ্র রায়ের ছেলে সঞ্জয় চন্দ্র রায় (২৪), একই ইউনিয়নের ডাঙ্গাপাড়ার কাছিম উদ্দিন প্রামাণিকের ছেলে মঞ্জুরুল ইসলাম (২৮) এবং দিনাজপুর জেলার পার্বতীপুরের বেলাইচন্ডী বানিয়াপাড়ার হাচান আলীর ছেলে বায়েজিদ বোস্তামী (২৫)। এদের নামে সৈয়দপুর থানায় মামলা দায়ের করে জেলহাজতে প্রেরণ করেছে।
স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া জানান, ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ১৫২ বোতল ফেনসিডিলসহ রাজু আহমেদ (২৬) নামে একজনকে গ্রেপ্তার করেছের্ যাব। গত শনিবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার তালতলা বটগাছ মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। রাজু আহমেদ জেলার নবীনগর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে। তার বিরুদ্ধে কসবা থানায় মামলা দায়ের করা হয়েছে।
গাইবান্ধা ও ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি জানান, গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পিস্তল ও গুলিসহ জুয়েল রানা (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। এ সময় তার দেওয়া তথ্য অনুযায়ী পলাশবাড়ির উদয়সাগর এলাকা থেকে রোববার ভোরে চাইনিজ কুড়াল, পিস্তল, ম্যাগাজিন, ৮ রাউন্ড গুলি ও বিদেশি মদ উদ্ধার করে তা জব্দ করা হয়। জুয়েল রানা দিনাজপুরের ঘোড়াঘাট থানাধীন মাছুয়াপাড়া গ্রামের পান্না মিয়ার ছেলে। এর আগে ঘোড়াঘাট পৌর এলাকার মাছুয়াপাড়া গ্রামে তাকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি জুয়েল রানাকে পলাশবাড়ী থানার হস্তান্তর করেছে যৌথবাহিনীর সদস্যরা।
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাই থানা পুলিশের অভিযানে ৫ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ একজন আটক করা হয়েছে। সেই সঙ্গে মদ পাচারে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়েছে। আটক পংকজ দত্ত বোয়ালখালী উপজেলার সারোয়াতলী গ্রামের বাসিন্দা বলে জানান কাপ্তাই থানার ওসি মো. মাসুদ।