চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় তিন মোটর সাইকেল আরোহী নিহত

প্রকাশ | ২৫ নভেম্বর ২০২৪, ০০:০০

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ইট বোঝাই ডাম্পার ট্রাক ও লরির চাপায় ৩ মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় দুইজন আরোহী গুরুতর আহত হন। প্রথমটি শনিবার রাত ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে উপজেলার হারবাং ইউনিয়নের উত্তর হারবাং ভিলেজার পাড়া দ্বীনিয়া মাদ্রাসার সামনে লরির ধাক্কায় দুই মোটর সাইকেল আরোহী যুবক ঘটনাস্থলে নিহত হন। নিহতরা হলেন- রিফাত ও সোহেল। তাদের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায়। অপরটি রোববার সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে ইট বোঝাই ডাম্পার ট্রাক চাপায় ১ মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে নিহত হন। ২ জন আরোহী গুরুতর আহত হন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের ডলমপীর শাহ মাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে নিহত হন ওষুধ কোম্পানি বায়োফার্মার এরিয়া ম্যানেজার বোরহান উদ্দিন (৪০)। আহতরা হলেন- সোনালী ব্যাংক চকরিয়া শাখার ব্যবস্থাপক গিয়াস উদ্দিন (৪৩), বায়োফার্মার টেরিটোরি অফিসার আলমগীর (৪৮)। হতাহত তিনজনই পেকুয়া উপজেলা শীলখালী ইউনিয়নের বাসিন্দা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়ার বেসরকারি হাসপাতাল জমজম-এ ভর্তি করেন এবং গুরুতর আহত গিয়াস উদ্দিনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) রেফার করা হয়। মহাসড়কের বানিয়ারছড়াস্থ চিরিঙ্গা হাইওয়ে থানার ওসি আরিফুল আমিন জানান, নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে সড়ক নিরাপত্তা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।