চাঁপাইনবাবগঞ্জে ব্যবসায়ীদের সংগঠন দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের দ্বিবার্ষিক (২০২৪-২৬) নির্বাচনে আব্দুল ওয়াহেদ সমর্থিত প্যানেল বিপুল ভোটে জয়লাভ করেছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচনী বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট সোলাইমান বিশু। গত শনিবার শহরের পুরাতন বাজারের চেম্বার ভবনে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা ভোটগ্রহণ শেষে রাত সাড়ে ৮টায় ফলাফল ঘোষণা করা হয়।
বিজয়ের পর ওয়াহেদ জানান, 'আমরা আশাবাদী ছিলাম আবারও চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের পরিচালনা পর্ষদে আসব। আমরা এসেছি। আমরা চাইব ব্যবসায়ীদের স্বার্থে আমাদের যে কোনো ভালো কাজে তারা আমাদের সঙ্গে থেকে জেলার ব্যবসা-বাণিজ্যকে গতিশীল করবেন।'
উলেস্নখ্য, সংগঠনটিতে ২২ জন পরিচালকের মধ্যে চারজন ট্রেড গ্রম্নপ থেকে ইতোমধ্যে মনোনীত হয়েছেন। নির্বাচন হয়েছে ১৮ পরিচালক পদে। এর মধ্যে ১৩ জন সাধারণ এবং ৫ জন সহযোগী পরিচালক। সংগঠনে ১ হাজার ২৭৬ জন সাধারণ এবং ১৭৮ জন সহযোগী ভোটার।