নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যানের খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। অন্যদিকে বিভিন্ন দাবিতে নীলফামারী, মেহেরপুরের গাংনী এবং রাঙামাটির কাপ্তাই বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন শিক্ষার্থী, এলাকাবাসী, শিক্ষক-কর্মচারীরা। স্টাফ রিপোর্টার ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত খবর-
স্টাফ রিপোর্টার, নোয়াখালী জানান, নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহী ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুল মতিন তোতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে করেছে নিহতের স্বজন ও এলাকাবাসী। রোববার বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালী জজ আদালতের সামনের সড়কে সমাবেশে বক্তব্য রাখেন চরএলাহী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হোসেন মেম্বার, সাবেক সাধারণ সম্পাদক আবুল খায়ের মাস্টার, চরএলাহী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুল হুদা মাস্টার, নিহত আবদুল মতিন তোতার ছেলে চরএলাহী ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি ইসমাইল তোতা ও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সবুজ তোতা।
স্টাফ রিপোর্টার, নীলফামারী জানান, নানা অনিয়মের অভিযোগ তুলে নীলফামারীর মশিউর রহমান ডিগ্রি কলেজ অধ্যক্ষ শহীদুল ইসলামকে অপসারণের দাবি তুলে লিখিত অভিযোগ দিয়েছেন কলেজের শিক্ষক-কর্মচারীরা। গত ১৯ নভেম্বর কলেজ পরিচালনা কমিটির সভাপতি বরাবরে ৪৯ জন শিক্ষক ও কর্মচারী স্বাক্ষরিত অভিযোগ পত্রে আগামী সাত দিনের মধ্যে অধ্যক্ষকে অপসারণের দাবি জানানো হয়েছে। এদিকে কলেজের বেশ কয়েকজন শিক্ষক-কর্মচারী জানান, সাত দিনের মধ্যে অধ্যক্ষ শহীদুল ইসলামকে অপসারণ করা না হলে কলেজে তালা ঝুলিয়ে দেওয়া হবে। এ ব্যাপারে অধ্যক্ষ শহীদুল ইসলাম সাংবাদিকদের জানান, তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত।
গাংনী (মেহেরপুর) প্রতিনিধি জানান, মেহেরপুরের গাংনীর ধানখোলা ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাকের অপসারণ ও গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন ওই ইউনিয়নের সর্বস্তরের জনগণ। রোববার সকালে গাংনী শহরে উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামানের নেতৃত্বে বিক্ষোভ মিছিল বের হয়। শেষে উপজেলা পরিষদ শহীদ মিনারে মানববন্ধন ও সমাবেশে মেহেরপুর জেলা যুবদলের সাধারণ সম্পাদক কাউছার আলীর সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আখেরুজ্জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব বুলবুল, মেহেরপুর জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক মুনসাদ আলী, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজল হোসেন ও সদস্য সচিব এনামুল হক।
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি জানান, রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) ক্যাম্পাসে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের নির্মম হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে বিক্ষোভ মিছিল ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে থেকে শুরু হয় ক্যাম্পাস প্রদক্ষিণ করে একাডেমিক ভবনের সামনে এসে শেষ। মিছিলে শিক্ষার্থীরা গত ২২ নভেম্বর চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের নির্মম হামলার প্রতিবাদ জানান।