নকলায় বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের কবর জিয়ারত

প্রকাশ | ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০

নকলা (শেরপুর) প্রতিনিধি
ঢাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আব্দুল আজিজের কবর জিয়ারত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি মো. ইয়াসিন আলী। শনিবার দুপুরে শেরপুরের নকলায় চরঅষ্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোবারক হোসেন মিন্টু ও বিএনপি নেতাদের উপস্থিতিতে কবর জিয়ারত করা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকির হোসেন জুয়েল, যুগ্ম আহ্বায়ক আব্দুস ছাত্তার, উপজেলা যুবদলের আহ্বায়ক শফিউল আলম পলাশ, যুগ্ম আহ্বায়ক হুমায়ুন কবির, রফিকুল ইসলাম রফিক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলমগীর হোসেন, সদস্য সচিব কাজী মহিদুল ইসলাম, ইউপি স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফুল ইসলাম জর্জ, স্থানীয় বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন। উলেস্নখ্য, নকলার চরঅষ্টধর ইউনিয়নের মৃত মোজাম্মেলের মেজ ছেলে গার্মেন্টস কর্মী আব্দুল আজিজ (২৮) গত ৫ আগস্ট ঢাকায় এক দফা আন্দোলনের সময় পুলিশের ছোড়া রাবার বুলেটে আহত হন। এরপর সহকর্মী নাজিমের সহযোগিতায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় সেখানে আজিজের মৃতু্য হয়।