ঐতিহ্যবাহী খাগড়াছড়ি প্রেস ক্লাবে'র অন্তর্বর্তীকালীন কমিটির সাধারণ সভা, গুণী সাংবাদিক সংবর্ধনা ও খাগড়াছড়ি প্রেস ক্লাব নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। সভায় তরুণ ভট্টাচার্য সভাপতি, এইচএম প্রফুলস্ন সাধারণ সম্পাদক ও রিপন সরকারকে অর্থ-সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠিত হয়।
গত শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরস্থ অফিসার্স ক্লাবের অডিটরিয়ামে এ উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি জহুরুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপি'র সভাপতি ওয়াদুদ ভূইয়া। অনুষ্ঠান উদ্বোধন করেন দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক একেএম মকসুদ আহমেদ।
পরে বিকালের দ্বিতীয় অধিবেশনে প্রেস ক্লাবের নবগঠিত কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়। এ সময় দৈনিক ইত্তেফাক পত্রিকার জেলা প্রতিনিধি তরুণ কুমার ভট্টাচার্যকে সভাপতি, বাংলাভিশন টেলিভিশনের জেলা প্রতিনিধি ও পার্বত্য নিউজের বু্যরো প্রধান এইচ এম প্রফুলস্নকে সাধারণ সম্পাদক, দৈনিক খবরের কাগজ পত্রিকার জেলা প্রতিনিধি দিদারুল আলম রাজুকে সাংগঠনিক সম্পাদক ও দৈনিক যায়যায়দিনের স্টাফ রিপোর্টার রিপন সরকারকে অর্থ-সম্পাদক করে নবগঠিত কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়।
এ ছাড়া সহ-সভাপতি পদে জহুরুল আলম, সহ-সভাপতি জসিম উদ্দিন মজুমদার, যুগ্ম সাধারণ সম্পাদক সমীর মলিস্নক, দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম, প্রচার সম্পাদক ইসতিয়াক আহমেদ নিপু, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক হৃদয় নূর, আবাসন বিষয়ক সম্পাদক চাইথোয়াই মারমা, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক জাফর সবুজ, পাঠাগার ও সাহিত্য বিষয়ক সম্পাদক আব্দুর রউফ, কার্যনির্বাহী সদস্য শাহরিয়ার ইউনুস, জয়ন্তী দেওয়ান, জুলহাস উদ্দিন, রফিকুল ইসলাম এবং ৮ উপজেলার প্রেস ক্লাবের সভাপতিকে কার্যকরী সদস্য অন্তর্ভুক্ত করে ২৫ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। সেই সঙ্গে ১৬ সদস্যবিশিষ্ট সহযোগী সদস্যসহ মোট ৪১ সদস্যবিশিষ্ট সদস্যদের নাম ও ৮ সদস্য অপেক্ষমাণ নবগঠিত কমিটির নাম ঘোষণা করা হয়। নবগঠিক কমিটির কার্যকাল দুই বছর পর্যন্ত বলবৎ থাকবে।