বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন

স্টাফ রিপোর্টার, রাঙামাটি
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিল জেলা প্রশাসন

পর পর দুইবার উইমেন'স সাফ চ্যাম্পিয়ন বিজয়ী পাহাড়ের তিন কন্যা রূপনা চাকমা, ঋতুপর্ণা চাকমা ও মনিকা চাকমাকে সংবর্ধনা দিলো রাঙামাটি জেলা প্রশাসন, রাঙামাটি সেনা রিজিয়ন ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। রাঙামাটি মারী স্টেডিয়ামে শনিবার এ সংবর্ধনা দেওয়া হয়। এ সময় তাদের চেক ক্রেস্টসহ বিভিন্ন উপহার দেওয়া হয়। নিজ জেলায় সংবর্ধিত হয়ে খুশি খেলোয়াররা।

শনিবার সকালে রাঙামাটির কাউখালী উপজেলার ঘাগড়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে খোলা ট্রাকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। পরে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে এসে শেষ হয়। সেখানে কৃতী ফুটবলারদের বরণ এবং সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।

তবে সংবর্ধনা অনুষ্ঠানটি জেলা প্রশাসন মূলত আয়োজন করলেও সহযোগিতায় রয়েছে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, সেনাবাহিনীর রাঙামাটি রিজিয়ন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ ও জেলা পুলিশ। এবারের সংবর্ধনা অনুষ্ঠানে তিন কৃতী ফুটবলার ছাড়াও রয়েছেন ফুটবল প্রশিক্ষক ও ফিফা রেফারি জয়া চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক চন্দ্রা দেওয়ান, মঘাছড়ি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বীরসেন চাকমা, ঘাগড়া উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দলের কোচ শান্তিমনি চাকমা, বর্মাছড়ি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ধারশ মনি চাকমা,চেলাছড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী মোহন চাকমা ও ফুটবল কোচ সুইহ্লামং মার্মা।

তিন কৃতী ফুটবলারকে রাঙামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিজনকে একলাখ করে মোট তিন লাখ টাকার চেক ও সম্মাননা স্মারক দেওয়া হয়েছে। এছাড়াও রাঙামাটি রিজিয়ন ও রাঙামাটি জেলা পরিষদের পক্ষ থেকেও প্রতিজনকে একলাখ করে মোট ৬ লাখ টাকার চেক, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থা থেকে প্রতিজনকে ৫০ হাজার টাকা ও পৌর সভার পক্ষ থেকে প্রতিজনকে ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকার চেক-সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। এর পাশাপাশি জেলা বিএনপি, জামায়াতে ইসলাম, বিপস্নবী ওয়ার্কাস পার্টি, বড়ুয়া কল্যাণ সংস্থা ও অন্যান্য ব্যক্তি সংস্থা থেকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে