বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

বাউস্ট ভিসির সেনা গৌরব পদক লাভ

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
বাউস্ট ভিসির সেনা গৌরব পদক লাভ

সশস্ত্র বাহিনী দিবস-২০২৪ উপলক্ষে বাংলাদেশ সেনাবাহিনীতে শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ও সাহসিকতাপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ নীলফামারীর সৈয়দপুর সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজি' বিশ্ববিদ্যালয়ের (বাউস্ট) উপাচার্য (ভিসি) ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীর ২০২৪-২০২৫ বছরে সেনা গৌরব পদক লাভ করেছেন।

উলেস্নখ্য, ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীর ২০২৪ সালের জুলাই মাসে সৈয়দপুর সেনানিবাসের এ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য (ভিসি) হিসেবে যোগদান করেন। তিনি যোগদানের পর থেকে বিশ্ববিদ্যালয়ের গুণগত ও মানসম্মত শিক্ষার মানোন্নয়নসহ সার্বিক উন্নয়নে ব্যাপক কর্ম-পরিকল্পনা গ্রহণ করেছেন।

এদিকে, উপাচার্য ব্রিগেডিয়ার জেনারেল এবিএম হুমায়ুন কবীর সেনাবাহিনীর সেনা গৌরব পদক পাওয়ায় বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অব সায়েন্স এন্ড টেকনোলজির সব শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীর পক্ষ থেকে তাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে