বুধবার, ৩০ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

রংপুরে সময়মতো শেষ হয়নি 'নন ইউরিয়া সার' গুদামের কাজ

চাপ পড়েছে অন্য গুদামে
আবেদুল হাফিজ, রংপুর
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
রংপুরে সময়মতো শেষ হয়নি 'নন ইউরিয়া সার' গুদামের কাজ

দরপত্র অনুযায়ী চলতি বছরের আগস্ট মাসে শেষ হওয়ার কথা ছিল রংপুরে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশনের (বিএডিসি) ৩ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন একটি নন ইউরিয়া সারের গুদাম নির্মাণ কাজের। এখনো তা শেষ হয়নি। এতে চাপ পড়েছে অন্যান্য গুদামে। সময়মতো কাজ শেষ না হওয়ায় ঠিকাদারি প্রতিষ্ঠান কেআর কনসোটিয়াম বালু সংকটকে দায়ী করেছে।

বিএডিসি সূত্র জানায়, ৮ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ১৫৯ টাকা ব্যয়ে রংপুর নগরীর লালবাগ বাজার এলাকায় ৩ হাজার মেট্রিক টন ধারণ ক্ষমতাসম্পন্ন নন ইউরিয়া সার একটি গুদাম নির্মাণ করা হচ্ছে। ইতোমধ্যে এর ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে। সাইট বুঝে দেওয়ার ৩৫০ দিনের মধ্যে কাজটি শেষ হওয়ার কথা ছিল। শুরু হয় ২৩ সালে ২ এপ্রিল।

খোঁজ নিয়ে জানা গেছে, নতুন গুদামের শেষ না হওয়ায় সার সংরক্ষণে অন্যান্য গুদামের ওপর মারাত্মক চাপ পড়েছে। এসব গুদামের সারের বস্তাগুলো গাদাগাদি করে রাখতে হচ্ছে।

সূত্রমতে, প্রি ফেব্রিকেটেট স্টিল গোডাউন নির্মাণ প্রকল্পের আওতায় গুদামটি নির্মাণ করা হচ্ছে। এজন্য ঢাকার বিএডিসি প্রকল্প পরিচালকের কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হয়। কাজটির কার্যাদেশ দেওয়া হয় ঠিকাদারি প্রতিষ্ঠান কেআর কনসোটিয়ামকে। ঠিকাদারি প্রতিষ্ঠান কেআর কনসোটিয়ামের স্বত্বাধিকার মো. স্বাধীন মিয়া জানান, তৎকালীন রংপুরের জেলা প্রশাসক মো. মোবাশ্বের হাসানের অসহযোগিতার কারণে নির্মাণ কাজটি সময়মতো বুঝিয়ে দেওয়া যায়নি। এজন্য চুপি চুপি বালু সংগ্রহ করে কাজটি কিছুটা এগিয়ে নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, স্টিল অবকাঠামোর কাজ ঢাকায় করানো হচ্ছে। খুব শিগগিরই স্টিল অবকাঠামো বসানো হবে।

কাজটি দেখভাল করছেন বিএডিসি সংরক্ষণ ও কারখানার সহকারী প্রকৌশলী মো. সাইফুল ইসলাম। তিনি জানান, ইতোমধ্যে নির্মাণকাজের ৫৫ শতাংশ কাজ শেষ হয়েছে।

বিএডিসি (নির্মাণ) নির্বাহী প্রকৌশলী হুসাইন মোহাম্মদ আলতাফ জানান, নতুন গুদামের নির্মাণকাজ শেষ হলে নন ইউরিয়া সার সংরক্ষণে আর সমস্যা হবে না।

প্রসঙ্গত, রংপুরে নন ইউরিয়া সার বাৎসরিক বরাদ্দ দেওয়া হয় ২০ হাজার ৫৫৬ মেট্রিক টন। নগরীর ৩টি গুদামে মোট ধারণ ক্ষমতা রয়েছে ৬ হাজার মেট্রিক টন। এর মধ্যে নগরীর কালীবাড়ী ও কেলস্নাবন্দে ১ হাজার করে এবং লালবাগ বাজারে ৪ হাজার মেট্রিক টন রয়েছে জানান লালবাগ নন-ইউরিয়া গুদামের কর্মকর্তা মো. মোস্তাফিজার রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে