নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশে বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির -যাযাদি
দ্রম্নত জাতীয় সংসদ নির্বাচনের দাবিতে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিএনপির শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলার তারাব পৌরসভার রূপসী এলাকায় এ শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিএনপি নেতা দেওয়ান মোহাম্মদের তত্বাবধানে হাফেজ আহাম্মেদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহবায়ক নাছির উদ্দিন, স্বেচ্ছাসেবকদলের আহবায়ক মাহাবুবুর রহমান, শফিকুল ইসলাম চৌধুরী, ইব্রাহিম দেওয়ান, মোশারফ হোসেন, কাজী আহাদ, জাকির হোসেনসহ অনেকে।
এ সময় প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির বলেন, 'স্বৈরাচারী শেখ হাসিনা ও তার নেতাকর্মীরা ১৫ বছর ক্ষমতায় থাকাকালীন সময় সাধারণ মানুষের উপর অত্যাচার-নির্যাতন চালিয়েছেন। হাজার হাজার কোটি টাকা লুট ও বিদেশে পাচার করেছেন। তাদের আর মাথাচাড়া দিয়ে উঠতে দেওয়া হবে না। একটি নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার আগ পর্যন্ত সাধারণ মানুষকে নিয়ে আমাদের লড়াই চলবে। তাই গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দ্রম্নত জাতীয় সংসদ নির্বাচনের দাবি জানাই।'
রূপগঞ্জবাসীর উদ্দেশে তিনি বলেন, 'আপনাদের যেকোন প্রয়োজনে পাশে আছি। সন্ত্রাস, মাদক, চাঁদাবাজ ও নৈরাজ্যের প্রতিরোধে দলীয় নেতাকর্মীদের কাজ করার আহবান জানাই।'