সোমবার, ১২ মে ২০২৫, ২৯ বৈশাখ ১৪৩২

ফেরি করে পণ্য বিক্রিতে চলে হজরত আলীর সংসার

রূপসা (খুলনা) প্রতিনিধি
  ২৪ নভেম্বর ২০২৪, ০০:০০
ফেরি করে পণ্য বিক্রিতে চলে হজরত আলীর সংসার
খুলনার রূপসায় ফেরি করে হরেক রকম পণ্য বিক্রি করছেন হজরত আলী -যাযাদি

হরেক রকম পণ্য বিক্রি করে সংসার চালান মো. হজরত আলী (৪৮)। খুলনার রূপসা উপজেলার কাটাখালী এলাকায় বাসা ভাড়া করে থেকে এভাবেই গ্রামগঞ্জে ঘুরে স্বল্পমূল্যে নানা প্রকারের পণ্যসামগ্রী বিক্রি করছেন।

তার ভ্রাম্যমাণ দোকানে পাওয়া যায় সিলভারের হাড়ি, পাতিল, পস্নাস্টিকের বাটি, ডালা, লবণদানি, বদনা, টুল, বঁটি, বাচ্চাদের খেলনা ও কসমেটিক্সসহ প্রায় ৪০-৫০ প্রকারের জিনিস। হরেক রকমের যে কোনো পণ্য মাত্র ১০-১০০ টাকা বিক্রি হওয়ায় এরই মধ্যে এলাকার গৃহিণীদের কাছে ভালো সারা পাচ্ছেন।

পণ্য কিনতে আসা এক নারী জানান, হাতের কাছে কমদামি জিনিস পেয়ে বেশকিছু নিত্যপ্রয়োজনীয় হরেক রকম পণ্য কিনেছেন। তিনিসহ গ্রামের নারীরা ঘরের ব্যবহারিক ছোটখাটো জিনিসপত্র কিনে থাকেন।

হজরত আলী জানান, এ ব্যবসায় বেচাকেনা ভালোই হয়। তার অধিকাংশ ক্রেতাই গ্রামের নারীরা। যারা কেনাকাটার জন্য বাজারে যান না। তারাই তার কাছ থেকে নানা জিনিসপত্র কিনে থাকেন। অন্য ব্যবসার মতো তাকেও খরিদদারদের বাকি দিতে হয়।

তিনি খুলনা জেলার রূপসা উপজেলার বিভিন্ন গ্রামে ফেরি করতে যান। একই গ্রামে প্রতিদিন যান না। অত্যন্ত ৫-৭ দিন পর পর এক গ্রামে যান। এতে বিক্রি ভালো হয়। দুপুরের খাবার সঙ্গে নিয়ে যান। বেলা হলেই কোথাও একটু বসে জিরিয়ে নিয়ে খাবার খাওয়া সেরে নেন। এ ব্যবসা থেকে তার প্রতিদিন ৩০০ থেকে ৫০০ টাকা আয় হয়। কোনো চাঁদা, হয়রানি ছাড়া ব্যবসা করতে পারছেন।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা থেকে প্রতি বছর খুলনা ও বাগেরহাটে হরেক রকম পণ্য বিক্রি করতে আসেন। তার মতো বেশ কয়েকজন এ ব্যবসায় জড়িত। বছরের কয়েক মাস এ কাজে জড়িত থাকেন। অন্য সময় বাড়িতে কৃষি কাজ করেন।

জীবিকার প্রয়োজনে অন্য জেলায় বাড়ি হলেও রূপসায় বাসা ভাড়া নেন। বর্তমানে হরেক মালের ব্যবসায় নেমেছেন হজরতসহ অনেকেই। চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা থানার পীরপুর কুলস্না গ্রামে হজরতের বাড়ি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে