রাজশাহীতে গলা কেটে ও কুমিলস্নার মনোহরদীতে পিটিয়ে দুই কৃষককে হত্যা করার অভিযোগ পাওয়া গেছে। এদিকে, কুষ্টিয়ার দৌলতপুরে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে মাছ ব্যবসায়ী নিহত, বাগেরহাটের ফকিরহাটে বিদু্যতায়িত হয়ে কৃষকের ও কিশোরগঞ্জের কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মৃতু্য হয়েছে। আঞ্চলিক অফিস ও প্রতিনিধিদের পাঠানো তথ্যে বিস্তারিত ডেস্ক রিপোর্ট-
রাজশাহী অফিস ও বাঘা প্রতিনিধি জানান, রাজশাহীর বাঘায় আনিসুর রহমান (৪২) নামের এক কৃষককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার সকালে উপজেলার মনিগ্রাম গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক বজলুর রহমানের আমবাগানে তার লাশ পাওয়া যায়। নিহত আনিসুর উপজেলার মনিগ্রাম ইউনিয়নের তুলসীপুর গ্রামের মৃত শামসুল হকের ছেলে।
আনিসুরের স্ত্রী পারভীন খাতুন জানান, শুক্রবার বিকালে মনিগ্রাম হাটে যান আনিসুর। কিন্তু রাতে আর বাড়ি ফিরে আসেননি। রাতে বিভিন্ন জায়গায় খোঁজখবর নেওয়া হয়। শনিবার সকালে লোক মারফত জানতে পারেন বজলু মাস্টারের আমবাগানে তার গলা কাটা লাশ পড়ে আছে।
নিহতের চাচাতো ভাই হাফিজুর রহমান জানান, আনিসুরের ভাইরা রায়হান আলী শুক্রবার বিকেলে মনিগ্রাম হাটে ছাগল বিক্রি করেন। সেখান থেকে পারিবারিক খরচের জন্য আনিসুরকে পাঁচ হাজার টাকা দেন। ওই টাকা নিয়ে সন্ধ্যার পর হাট থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। এই টাকার জন্য দুর্বৃত্তরা তাকে খুন করতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।
বাঘা থানার ওসি আবু সিদ্দিক বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের প্রাথমিক সুরাত হাল রিপোর্ট তৈরি করে। এর পর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। জড়িতদের দ্রম্নত চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি জানান, নরসিংদীর মনোহরদীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আইন উদ্দিন (৩৮) নামে এক কৃষককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গত শুক্রবার রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃতু্য হয়।
শুক্রবার বিকেলে কৃষ্ণপুর ইউনিয়নের বীরগাঁও গ্রামে তাকে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছিল। আইন উদ্দিন ওই গ্রামের গ্রামের ইছাম উদ্দিনের ছেলে। এ ঘটনায় তার ভাই মাইনুদ্দিন এবং ভাবি সাথি আক্তার আহত হয়েছেন।
জানা যায়, বাড়ির সীমানা নিয়ে প্রতিবেশী রফিকুলের সঙ্গে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব ছিল আইন উদ্দিনের। শুক্রবার বিকেলে দুই পক্ষের কথা কাটাকাটি হয়। এর জেরে বিকেল ৩টার দিকে রফিকুলের নেতৃত্বে বহিরাগত ২০-২৫ জন দেশীয় অস্ত্রধারী লোক নিয়ে আইন উদ্দিনের বাড়িতে হামলা করে। বাধা দিতে গেলে লাঠি দিয়ে পিটিয়ে আইন উদ্দিনকে গুরুতর আহত করা হয়। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত ৮টার দিকে তার মৃতু্য হয়।
মনোহরদী থানার ওসি জুয়েল হোসেন বলেন, 'খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।'
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি জানান, কুষ্টিয়ার দৌলতপুরের পলস্নীতে চাচাতো ভাইয়ের লাঠির আঘাতে আপেল লস্কর (৫০) নামে এক মাছ ব্যবসায়ীর মৃতু্য হয়েছে।
শনিবার ভোরে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ নিহতের সেই চাচাতো ভাই সাজেদুল লস্করকে আটক করেছে। দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির হত্যাকান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত আপেল লস্কর পেশায় মাছ ব্যবসায়ী এবং সোনাইকুন্ডি লস্কর পাড়া এলাকার মৃত আমজাদ লস্করের ছেলে।
পুলিশ ও প্রতিবেশীরা জানায়, শনিবার ভোরে আপেল লস্কর বাড়ি থেকে পাশের ভেড়ামারা উপজেলায় মাছের আড়তে মাছ কেনার উদ্দেশে যাচ্ছিলেন। বাড়ির সামনের রাস্তায় আগে থেকে ওৎ পেতে থাকা সাজেদুল মোটা একটি লাঠি দিয়ে আপেলের মাথায় আঘাত করলে তার মৃতু্য হয়। এ সময় স্থানীয়রা চিৎকার শুনে এগিয়ে আসে এবং হামলাকারী সাজেদুলকে ধরে ফেলে। পুলিশ তাৎক্ষনিক খবর পেয়ে সাজদুলকে নিজেদের হেফাজতে নেয়। ঘাতক সাজেদুল ওই গ্রামের মৃত রেজওয়ান লস্করের ছেলে এবং মাদকাসক্ত বলে এলাকাবাসী জানিয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
দৌলতপুর থানার ওসি শেখ আব্দুল আউয়াল কবির জানান, এ ঘটনায় সেই চাচাতো ভাইকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়। আপেল লস্কর মাছের ব্যবসা করতেন। মাছ কিনতে যাওয়ার সময় সঙ্গে বেশ কিছু টাকা ছিল। সাজেদুল মাদকাসক্ত হওয়ায় নেশার টাকা ম্যানেজ করতে আপেল লস্করকে হত্যা করেছে বলে জানা গেছে।
ফকিরহাট (বাগেরহাট) প্রতিনিধি জানান, বাগেরহাটের ফকিরহাটে বিদু্যতায়িত হয়ে ফজর শেখ (৬২) নামে এক কৃষক মারা গেছেন। উপজেলার লালচন্দ্রপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফজর শেখ বাহিরদিয়া মানসা ইউনিয়নের লালচন্দ্রপুর গ্রামের মৃত কাশেম শেখের ছেলে। এ ব্যাপারে নিহতের ছেলে ফরিদ শেখ শুক্রবার রাতে নিজ বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় একটি অপমৃতু্য মামলা করেছেন।
ফকিরহাট মডেল থানার ওসি এসএম আলমগীর কবির জানান, শুক্রবার সন্ধ্যার দিকে ফজর আলী নিজের মৎস্য ঘের থেকে বসত বাড়ি ফেরার পথে পা পিছলে ঘেরে দেওয়া বৈদু্যতিক তারের উপর পড়েন। এতে তিনি বিদু্যতায়িত হয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে মরদেহ উদ্ধার করেছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি জানান, কিশোরগঞ্জের কটিয়াদীতেমোহাম্মদ তাহসিন মিয়া (০৬) নামে এক শিশ পানিতে ডুবে মারা গেছে। সে উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের লাংটিয়া গ্রামের অটোচালক নুরুল হুদার ছেলে। শনিবার সকাল সাতটায় এ ঘটনাটি ঘটে।
সরেজমিনে গিয়ে জানা যায়, শিশু তাহসিন প্রতিবেশির বাড়িতে সকালে জলপাই কুড়াতে যায়। সেখান থেকে এসে বাড়ির পাশের পুকুরে জলপাইগুলো পরিষ্কার করার জন্য নিয়ে যায়। পরে আর ঘরে ফিরে না আসায় তার মা সুমা আক্তার তাকে খোঁজাখুঁজি করতে থাকেন। সকাল সাতটার দিকে শিশুটিকে পুকুরে মৃত ভাসমান অবস্থায় দেখতে পান। এলাকাবাসী এসে পুকুর থেকে মৃত শিশুটিকে উদ্ধার করে। কটিয়াদী থানায় এ ব্যাপারে কোনো মামলা রজ্জু করা হয়নি।