কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় নিউরো মেডিসিন চিকিৎসকের ভুয়া পরিচয় দিয়ে চিকিৎসা করার দায়ে মেহেদী হাসান রাসেলকে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তিন মাসের কারাদন্ড ও অনাদায়ে আরও ১৫ দিনের জেল দেওয়া হয়।
গত বৃহস্পতিবার পৌরসভার কোচ স্ট্যান্ডে অবস্থিত নিরাময় ডায়াগনস্টিক ও ক্লিনিকে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত তাকে এ জেল ও জরিমানা করে। ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম ও সিভিল সার্জন আকুল উদ্দিন। জরিমানাপ্রাপ্ত মেহেদী হাসান রাসেল নিরাময় ডায়াগনস্টিক ও ক্লিনিকে বসে রোগীদের চিকিৎসাসেবা দিয়ে যাচ্ছিলেন। অভিযান পরিচালনার সময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মিজানুর রহমান ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।