নওগাঁর নিয়ামতপুর উপজেলার দীঘিপাড়া গ্রামের দীঘিতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় যৌথবাহিনী অভিযান চালিয়ে নারীসহ ১৬ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার ১৬ জনের মধ্যে ৩ জন নারী। গত বুধবার সন্ধ্যার আগে উপজেলার পাঁড়ইল ইউনিয়নের বড়াইল মোড়ে এ মারামারির ঘটনা ঘটে। গত বৃহস্পতিবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে মারামারির ঘটনায় নিয়ামতপুর থানায় একটি মামলা করেছেন ভুক্তভোগী মাছচাষী আনোয়ার হোসেন। মামলায় ১১ জনের নাম উলেস্নখ করে এবং ২০-২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।
গত ২০ নভেম্বর মাছ ধরার জন্য পিক-আপে করে বেড়জালসহ মাছধরার কাজে নিয়োজিত লোকজন দিঘিতে যাওয়ার পথে বড়াইল মোড়ে পৌঁছালে এজাহারভুক্ত আসামিদের নির্দেশে অন্যরা আক্রমণ করে। পিকআপ ভাঙচুর, মাছ ধরার চারজনকে মারধর এবং দীঘি থেকে প্রায় ৩০ মণ মাছ তুলে নেয়।
আনোয়ার হোসেন বলেন, 'আমাকে ওই দীঘিতে মাছ ধরতে বাধা দেওয়াই তাদের মূল উদ্দেশ্য ছিল। মাছ চুরি থেকে শুরু করে পিক-আপ ভাঙচুরের ঘটনায় আমার প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় সুষ্ঠু বিচার দাবি করছি।'
নিয়ামতপুর থানার ওসি হাবিবুর রহমান বলেন, মাছ চুরি ও মারামারি ঘটনায় ১৬ জনকে গ্রেপ্তার করে শুক্রবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।