বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১১ বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে উৎপাদন হচ্ছে পরিবেশবান্ধব পলিথিন ব্যাগ

গোপালগঞ্জ প্রতিনিধি
  ২৩ নভেম্বর ২০২৪, ০০:০০
গোপালগঞ্জে উৎপাদন হচ্ছে পরিবেশবান্ধব পলিথিন ব্যাগ
গোপালগঞ্জে পরিবেশবান্ধব পচনশীল পলিথিন কারখানা -যাযাদি

পরিবেশের ক্ষতিকারক পলিথিন নিষিদ্ধে সরকারি উদ্যোগকে স্বাগত জানিয়ে পরিবেশবান্ধব পচনশীল পলিথিন ব্যাগ উৎপাদন শুরু হয়েছে গোপালগঞ্জে। জেলার সদর উপজেলার তাড়গ্রামে অবস্থিত জেকে পলিমার ইন্ডাস্ট্রিতে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে পচনশীল পলিথিন ব্যাগ উৎপাদন উদ্বোধন করা হয়। জেকে পলিমার ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী কামরুজ্জামান সিকদার কামাল ও যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার মোজাম্মেল হোসেন মুন্না এটির উদ্বোধন করেন।

এ সময় রিপোর্টার্স ফোরামের সভাপতি এস এম নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শেখ একরামুল কবীর, কালের কণ্ঠের প্রসূন মন্ডল, বাংলা টিভির সৈয়দ আকবর হোসেন, এটিএন নিউজের সজিব বিশ্বাস, জেকে পলিমার ইন্ডাস্ট্রির জিএম সাইফুল ইসলাম, ম্যানেজার (মানব সম্পদ) মো. কুতবুদ্দিনসহ জেকে পলিমার ইন্ডাস্ট্রির শতাধিক কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

পচনশীল ব্যাগ উদপাদন বিভাগের সিনিয়র অপারেটর মোস্তাফিজুর রহমান এবং প্রোডাকশন ম্যানেজার ও ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ার জিয়াউর রহমান বলেন, কর্ন, স্ক্রাপ ও ভুট্টার নির্যাস থেকে তৈরি কাঁচামাল দিয়ে তৈরি হয় পরিবেশবান্ধব পচনশীল শপিংব্যাগ। বায়োডিগ্রেডেবল পদ্ধতিতে তৈরি হয় এই শপিংব্যাগ। বিদেশ থেকে আমদানি করা জেকে পলিমার ইন্ডাস্ট্রিতে স্থাপিত তিন স্তরের এই মেশিনে প্রতিদিন ১ মেট্রিকটন শপিংব্যাগ উৎপাদন করতে পারবে। আর এই ১ টন ব্যাগের সংখ্যা হবে দুই লাখ। জেকে পলিমার ইন্ডাস্ট্রির জিএম সাইফুল ইসলাম বলেন, 'আমাদের এখানে ১০/১৬, ১২/২০, ১৫/১৮, ২০/২৪সহ ৫টি সাইজে তৈরি শপিংব্যাগে ১ কেজি থেকে ২০ কেজি ওজনের মালামাল বহন করা যাবে।'

জেকে পলিমার ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী কামরুজ্জামান সিকদার কামাল বলেন, 'পরিবেশের ভারসাম্য রক্ষায় সরকার পলিথিনের ব্যবহার বন্ধে উদ্যোগ নিয়েছে। তাই আমরা জনগণের দৈনন্দিন ব্যবহারের জন্য অতি গুরুত্বপূর্ণ শপিংব্যাগ তৈরি শুরু করেছি। এটি পরিবেশবান্ধব, পচনশীল। এই শপিংব্যাগ উৎপাদনের ৯০ দিনের মধ্যে পচে গিয়ে নিশ্চিহ্ন হবে, যা পরিবেশের কোনো ক্ষতি করবে না। আমাদের এখানে তৈরি ব্যাগে ১ কেজিতে ২০০টি শপিংব্যাগ থাকবে। যার প্রতিটি ব্যাগের মূল্য ধরা হয়েছে আড়াই টাকা।'

কামরুজ্জামান সিকদার কামাল আরও বলেন, 'দিন দিন মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাচ্ছে। পরিবেশের ক্ষতি হোক এমনটি কোনো সচেতন ব্যক্তি চাইবে না। আমি আশা করছি, সব শ্রেণিপেশার মানুষ পরিবেশবান্ধব পচনশীল শপিংব্যাগ ব্যবহারে আগ্রহী হবে। আগামীতে ভালো সাড়া পেলে উৎপাদন বৃদ্ধি করা হবে।'

পরে জেকে পলিমার ইন্ডাস্ট্রির স্বত্বাধিকারী তার কারখানায় উৎপাদিত পরিবেশবান্ধব পচনশীল পলিথিনের শপিংব্যাগ কেমিক্যাল দিয়ে পঁ্যাচিয়ে সাংবাদিকদের দেখান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপরে